ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্ব থেকে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। বাছাইপর্বে গ্রুপ ‘এফ’ থেকে চ্যাম্পিয়ন হয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে রোনালদো-ব্রুনোরা।
আজ (রোববার) রাতে বাছাইপর্বের শেষ রাউন্ডের ম্যাচে আর্মেনিয়াকে ৯-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। দলের হয়ে হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্দের ও জোয়াও নেভেস। এছাড়া একটি করে গোল করেন ফ্রান্সিসকো কনসেসাও রেনাতো ভেগা ও গনসালো রামোস।
বাংলাদেশ সময় রাত ৮টায় পোর্তোর ড্রাগাও স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও আর্মেনিয়া। আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানা রোনালদো। আগের ম্যাচের আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখায় আজ খেলতে পারেননি এই তারকা। তবে রোনালদোকে ছাড়া হেসেখেলেই ম্যাচটি জিতে নিয়েছে পর্তুগাল।
এদিন ম্যাচের ৭ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দলকে লিড এনে দেন ডিফেন্ডার ভেগা। তবে ১৮ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরায় আর্মেনিয়া। স্পার্টসিয়ানের গোলে ১-১ সমতা ফেরায় সফরকারীরা। এর দশ মিনিট পরেই ফের লিড নেয় পর্তুগাল। এবার স্বাগতিকদের এগিয়ে দেন রামোস।
এরপরেই রীতিমতো গোল উৎসবে মাতে পর্তুগাল। দুই মিনিট পরেই স্কোরশিটে নাম লেখান নেভেস। ম্যাচের ৪১তম মিনিটে দ্বিতীয়বার আর্মেনিয়ার জালে বল জড়ান এই পিএসজি তারকা। বিতরিতে যাওয়ার যোগ করা সময়ে একটি পেনাল্টি পায় পর্তুগাল। স্পট থেকে গোল করতে ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস। তাতে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

আর্মেনিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন নেভেস। ছবি- সংগৃহীত
বিরতি থেকে ফিরেও গোলের ধারাবাহিকতা বজায় রাখে পর্তুগাল। ম্যাচের ৫২তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো। এরপর ৭২তম মিনিটে স্পট থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ম্যানইউ তারকা। এর মিনিট দশেক পরেই হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস। শেষদিকে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন কনসেসাও। শেষ পর্যন্ত ৯-১ গোলের বিশাল জয়ে বাছাইপর্ব মিশন শেষ করে রবার্তো মার্টিনেজের শিষ্যরা।
একই গ্রুপে হাঙ্গেরিকে বিদায় করে বিশ্বকাপের কোয়ালিফায়ার পর্বে জায়গা করে নিয়েছে আয়ারল্যান্ড। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ৫ মিনিট পর্যন্ত ম্যাচে ২-২ সমতা বিরাজ করছিল। ম্যাচটি ড্র হলেই কোয়ালিফাই করতো হাঙ্গেরি এবং বিদায় নিত আয়ারল্যান্ড। তবে রেফারির শেষ বাঁশি বাজার ঠিক আগমুহূর্তে গোল করে নাটকীয় জয় তুলে নেয় আয়ারল্যান্ড। আগের ম্যাচে পর্তুগালকেও ২-০ গোলে হারিয়েছিল আইরিশরা।
ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৫/বিটি