
বিদায়ের জন্য একই দিন বেছে নিলেন দুই দেশের দুই বিশ্ব তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও হেনরিখ ক্লাসেন। অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। কয়েক ঘণ্টা পরেই বিদায়ের ঘোষণা আসে ক্লাসেনের। দক্ষিণ আফ্রিকার এই বিধ্বংসী ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন।
আজ (সোমবার) দ্য ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-এর একটি দীর্ঘ সাক্ষাৎকারে অবসরের ঘোষণা দেন ম্যাক্সওয়েল। ২০২২ সালে তার পা ভেঙে যায়, এরপর থেকে ওয়ানডে ক্রিকেট খেলতে গেলে শরীরে অনেক বেশি চাপ অনুভব করেন তিনি। তাছাড়া সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলোতে বেশ চাপ অনুভব করেন তিনি। মাঠে ফিল্ডিং করতে বেশ সংগ্রাম করতে হয়েছে তাকে। ম্যাচের পর শরীরে অনেক ব্যথাও অনুভব করেছেন। আর এসব বিষয়টিও উল্লেখ করেই ওডিআই থেকে অবসরের কথা জানান ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
ওডিআই থেকে অবসর নিলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে যাবেন ম্যাক্সওয়েল। কিন্তু টেস্ট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর নেননি তিনি। সবশেষ টেস্ট খেলেছিলেন আট বছর আগে ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে। তাছাড়া তিনি মূলত টেস্ট খেলেন না। ২০১৭ সাল পর্যন্ত ৭টি টেস্ট খেলেছেন তিনি। তাই লাল বলের ক্রিকেটে তার ফেরার সম্ভাবনাও খুবই কম।
আরও পড়ুন :
» আইপিএল ২০২৫ : এবার দেখা যাবে নতুন চ্যাম্পিয়ন
» ১১ বছরের অপেক্ষার অবসান ঘটল পাঞ্জাব কিংসের

অস্ট্রেলিয়ার জার্সিতে দুটি ওডিআই বিশ্বকাপ জিতেছেন ম্যাক্সওয়েল। ছবি- সংগৃহীত
২০১২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। অস্ট্রেলিয়ার জার্সিতে ১৪৯টি ওয়ানডে খেলেছেন তিনি। যেখানে ৩৩.৮১ গড়ে ৩৯৯০ রান করেছেন এই তারকা। এর মধ্যে সেঞ্চুরি রয়েছে ৪টি এবং হাফ সেঞ্চুরি ৩৩টি। এছাড়া বল হাতে উইকেট নিয়েছেন ৭৭টি। অস্ট্রেলিয়ার হয়ে ২০১৫ ও ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন এই তারকা অলরাউন্ডার।
এদিকে ম্যাক্সওয়েলের বিদায়ের ঘোষণার কয়েক ঘণ্টা পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ক্লাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন এই প্রোটিয়া তারকা।
গত বছরের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দেন ক্লাসেন। এরপর প্রোটিয়াদের হয়ে রঙিন জার্সিতে খেলে যান তিনি। তবে গত এপ্রিলে তাকে নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। মাস দুয়েক পরেই ৭ বছরের আন্তর্জাতিক অধ্যায় শেষ করলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটার।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে আর দেখা যাবে না ক্লাসেনকে। ছবি- সংগৃহীত
তবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন ক্লাসেন। টি-টোয়েন্টিতে বরাবরই বেশ বিধ্বংসী এই তারকা। যে কারণে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তার চাহিদা অনেক। এবারের আইপিএলে অবশ্য ভালো করতে পারেনি তার দল সানরাইজার্স হায়দরাবাদ। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন ক্লাসেন। তাই আগামীতেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে তাকে।
২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু ক্লাসেনের। একই সিরিজে টি-টোয়েন্টি অভিষেকও ঘটে তার। এরপর ২০১৯ সালের অক্টোবরে ভারতের বিপক্ষেই টেস্ট অভিষেক হয় এই তারকা।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে মাত্র ৪ টেস্ট খেলেছেন ক্লাসেন। যেখানে ১৩ গড়ে রান করেছেন ১০৪। ওয়ানডেতে ৬০ ম্যাচে ৪৩.৬৯ গড়ে ২ হাজার ১৪১ রান করেছেন তিনি। যেখানে ৪টি সেঞ্চুরি এবং ১১টি হাফ-সেঞ্চুরি রয়েছে। আর টি-টোয়েন্টি ৫৮ ম্যাচে ২৩.২৫ গড়ে ১ হাজার রান করেছেন। ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে ৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে এই তারকা ব্যাটারের।
ক্রিফোস্পোর্টস/২জুন২৫/বিটি
