
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছিল দেশের ক্রিকেট বাজারে। শান্ত-মিরাজদের একের পর এক বাজে হারের কারণে ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন অনেক সমর্থকেরা। একইসঙ্গে সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলোও আগ্রহ হারাতে থাকে। ঘরের মাঠে সবশেষ জিম্বাবুয়ে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করেছিল দেশের সরকারি সম্প্রচারকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। তবে এবার পাকিস্তান সিরিজের ম্যাচ দেখাবে ২টি বেসরকারি টিভি চ্যানেল।
ঘরের মাঠে আগামীকাল (২০ জুলাই) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। শুরুতে এই সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি নিয়েও বিপাকে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ পর্যন্ত এই সিরিজে সম্প্রচার স্বত্ব কিনে নেয় দেশের একমাত্র ক্রীড়া বিষয়ক টিভি চ্যানেল টি স্পোর্টস। টি-স্পোর্টস টিভি চ্যানেল এবং এর অনলাইন প্লাটফর্মে সরাসরি দেখা যাবে এই সিরিজ।
তবে টি-স্পোর্টসের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আরেকটি বেসরকারি টিভি চ্যানেল নাগরিক টিভি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি সরাসরি সম্প্রচার করবে এই টিভি চ্যানেল। এর আগেও বিভিন্ন সময়ে বাংলাদেশের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করেছে নাগরিক টিভি।
আরও পড়ুন:
» ভারতীয় নারী ক্রিকেট শিবিরে দুঃসংবাদ
» ‘বোলাররা ভালো করলে পাকিস্তান সিরিজে ভালো কিছু সম্ভব’
এদিকে পাকিস্তান থেকে সমর্থকেরা ট্যাপমেড প্লাটফর্মে ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন। ভারত থেকে সরাসরি দেখা যাবে ফ্যানকোড অ্যাপের মাধ্যমে। এছাড়া ইউরোপ, আমেরিকা ও দুনিয়ার অন্যান্য প্রান্তে বিসিবির ইউটিউব চ্যালেনের মাধ্যমে ম্যাচগুলো সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকেরা।
আগামীকাল (রোববার) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। এরপর ২২ ও ২৪ জুলাই একই ভেন্যুতে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/বিটি
