
চলমাম নারী বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতায় টানা দুই হারের পর এবার ঘুরে দাঁড়ালেন বাংলাদেশের ব্যাটাররা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমে ব্যাট হাতে দুইশোর্ধ্ব রানের চ্যালেঞ্জিং পুঁজি পেয়েছে টাইগ্রেসরা।
আজ (সোমবার) বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। নারী বিশ্বকাপের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।
বাংলাদেশের পক্ষে আজ দুর্দান্ত ব্যাট করেছেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলেই ফিফটি তুলে নেন তিনি। যা বাংলাদেশ নারীদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম ফিফটি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত ছিলেন এই ব্যাটার।
আরেকটি ফিফটি এসে শারমিন আক্তার সুপ্তার ব্যাট থেকে। ৭৭ বলে ৬ চারের মারে ৫০ রানের ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটার। তবে রানআউটের শিকার হয়ে ফেরেন তিনি। ব্যাট হাতে আজ রান পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বড় ইনিংস খেলতে না পারলেও মিডল অর্ডারে তার ৪২ বলে ৩২ রানের ইনিংস দলের রান তোলার গতি বাড়িয়ে দেয়। এছাড়া ৮ বলে ৩ চারের মারে ১৯ রানের ঝোড়ো ক্যামিও খেলেন রিতু মণি।
তবে ওপেনাররা কিছুটা ধীরগতির ইনিংস খেলেন। ফারজানা হক ৭৬ বলে ৩০ রান করে আউট হন। আরেক ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ৫২ বলে ২৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট নেন ননকুলুলেকো ম্লবা। এছাড়া একটি করে উইকেট নেন নাদিন ডি ক্লার্ক ও কোলে লেসলি টিরিয়ন।
ব্যাটিংয়ের পর এবার বোলাররা আলো ছড়াতে পারলে চলতি বিশ্বকাপে দ্বিতীয় জয়ের স্বাদ পাবে টাইগ্রেসরা। বোলিংয়ে মারুফার সুইং আর নাহিদা-রাবেয়াদের স্পিন ভেলকির দিকে তাকিয়ে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/বিটি
