বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে জাতীয় শোক উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজকের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-২৬ এর ম্যাচগুলো স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানিয়ে সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ দুটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এ ম্যাচগুলো পুনঃনির্ধারিত তারিখে আয়োজন করা হবে।
বিসিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট দল ও সমর্থকদের নতুন সূচি জানিয়ে দেওয়া হবে যথাসময়ে।
বেগম খালেদা জিয়ার শাসনামলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল অনেকটা দলীয় প্রভাবমুক্ত। তখন দল-মত নির্বিশেষে যেসব ক্রীড়া সংগঠকদের দ্বারা দেশের খেলাধুলার উন্নতি হবে তারাই দায়িত্ব পেয়ে কাজ করতে পেরেছেন। খেলাধুলার প্রসারে নীতিগত সমর্থন, ক্রীড়া অবকাঠামো উন্নয়নে তার বিশেষ ভূমিকা ছিল।
উল্লেখ্য, নানাবিধ শারীরিক জটিলতায় দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মুক্তির পর চলতি বছরের ৭ জানুয়ারি লন্ডনে তাঁর চিকিৎসা করা হলে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হননি তিনি। বয়সের ভার, শরীরের দুর্বলতা ও নানা রোগের ধকল তাঁকে বারবার হাসপাতালে নিতে বাধ্য করেছে।
শেষবার ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। টানা এক মাসেরও বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তবে এবার আর সাড়া দেননি চিকিৎসায়। অবশেষে ‘দেশনেত্রী’, ‘আপসহীন’ বলে পরিচিত খালেদা জিয়া চিরদিনের জন্য বিদায় নিলেন দেশের রাজনীতি থেকে।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
ফেসবুক পোস্টে তামিম লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে। মহান আল্লাহ তাঁর রূহের মাগফিরাত দান করুন ও জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”
ক্রিফোস্পোর্টস/৩০ডিসেম্বর২৫/টিএ
