Connect with us
অন্যান্য

৩ যুগ পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

Two Bangladeshi swimmers cross the English Channel after 3 decades
ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু। ছবি- সংগৃহীত

ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে স্বপ্নপূরণ করলেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। মঙ্গলবার (২৯ জুলাই) ১২ ঘণ্টার বেশি সময় নিয়ে এই দুঃসাহসিক অভিযান সফলভাবে শেষ করেছেন তারা। তাদের সঙ্গে তিন ভারতীয় এবং একজন মেক্সিকান সাঁতারু ছিলেন।

দীর্ঘ তিন যুগ পর আবারও ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন কোনো বাংলাদেশি। সবশেষ ১৯৮৭ সালে বাংলাদেশের হয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছিলেন মোশারফ হোসেন। তারপর আর কেউ এই তালিকায় নাম লেখাতে পারেননি।

আটলান্টিক মহাসাগরে অবস্থিত ইংলিশ চ্যানেলে জেলি ফিশ আছে এবং সেখানে পানির তাপমাত্রাও থাকে অনেক কম। এর ফলে এই চ্যানেল পাড়ি দেওয়া একজন সাঁতারুর জন্য বেশ চ্যালেঞ্জের। তাছাড়া চ্যানেল পাড়ি দেওয়ার সময় আবহাওয়া খারাপ থাকলে অভিযান আরো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়।

আরও পড়ুন:

» আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ কবে? জানা গেল সময়

» চেলসি ছেড়ে রোনালদোর দলে যোগ দিলেন পর্তুগিজ তারকা 

এই অভিযান সফলভাবে সম্পন্ন করার পর তবে মাহফিজুর বলেন, ‘আমরা ৬ জন একসঙ্গে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি। বাংলাদেশ থেকে আমি ও নাজমুল এবং তিনজন ভারতীয় ও একজন মেক্সিকান ছিল আমাদের সঙ্গে। সবমিলিয়ে ১২ ঘণ্টা ১৫-২০ মিনিটের মতো সময়ে আমরা সফলভাবে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছি।’

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার উদ্দেশ্যে চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে পৌঁছান মাহফিজুর ও নাজমুল। এরপর স্থানীয় আবহাওয়ায় মানিয়ে নেওয়ার জন্য কিছুদিন প্রস্তুতিও নিয়েছেন তারা। কিন্তু আবহাওয়া অনুকূল না থাকায় নির্ধারিত সময়ে কয়েকবার পরিবর্তন এনেছিল তারা। অবশেষে মঙ্গলবার সফলভাবে কাজ শেষে করেছে তারা।

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অনেক সাঁতারুর স্বপ্ন। এর আগে বাংলাদেশের হয়ে এই চ্যানেল পাড়ি দিয়েছিলেন ব্রজেন দাস, তিনি এশিয়ার মধ্যেও ছিলেন প্রথম। এছাড়া আব্দুল মালেক এবং সবশেষ মোশাররফ হোসেন এই দুঃসাহসিক যাত্রায় নেমে সফলতা পেয়েছিলেন।

ক্রিফোস্পোর্টস/২৯জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য