
দীর্ঘ তিন যুগ পর আবারাও ইংলিশ চ্যানেল জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন বাংলাদেশের দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক। তবে খারাপ আবহাওয়ার জন্য বারবার নির্ধারিত সূচি পিছিয়ে যাচ্ছে। যা এই চ্যালেঞ্জকে আরও কঠিন করে তুলেছে।
দেশের অন্যতম অভিজ্ঞ ও দুই বার অলিম্পিকে অংশ নেওয়া সাঁতারু সাগর ইংল্যান্ড থেকে জানান, ইংলিশ চ্যানেল পাড়ির জন্য তাদের নির্ধারিত সময়ে ইতোমধ্যে কয়েকবার পরিবর্তন এসেছে। সর্বশেষ গতকাল শুক্রবার বিকালে চ্যানেল পাড়ি দেওয়ার কথা ছিল। তবে ফ্রান্স উপকূলে প্রতিকূল আবহাওয়ার কারণে সেটিও স্থগিত হয়েছে।
চলতি মাসের শুরুতে ইংল্যান্ডে পৌঁছান দুই সাতারু। এরপর স্থানীয় আবহাওয়ায় বেশ কিছুদিন প্রস্তুতিও নিয়েছেন তারা। তবে অনুকূল আবহাওয়া না থাকায় এখনো মূল অভিযানে নামা সম্ভব হয়নি।
বাংলাদেশের দুই সাঁতারুর সঙ্গে রয়েছেন ভারতের আরও দুই সাঁতারু। চারজন মিলে রিলে পদ্ধতিতে ইংলিশ চ্যানেল পার হওয়ার পরিকল্পনা করেছেন তারা।
আরও পড়ুন:
প্রিমিয়ার লিগের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
২০২৫ সালের আগস্টে ক্রিকেটে বাংলাদেশের যত খেলা
বারবার সময়সূচি পরিবর্তনের কারণে মানসিকভাবে কিছুটা চাপ থাকলেও, আশাবাদী সাগর বলেন, “পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হলেও আমরা লক্ষ্য অর্জনে অটুট। দেশের জন্য সম্মান বয়ে আনতেই এ চেষ্টার পথে নেমেছি।”
ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া অনেক সাঁতারুর স্বপ্ন। এর আগে বাংলাদেশের হয়ে ব্রজেন দাস, আব্দুল মালেক ও মোশাররফ হোসেন এ চ্যালেঞ্জে সফলতা পেয়েছেন। তাদের পথ ধরেই নতুন করে এই দুঃসাহসিক যাত্রায় নেমেছেন সাগর ও নাজমুল।
ক্রিফোস্পোর্টস/ ২৬ জুলাই ২৫/ এমএ
