Connect with us
ক্রিকেট

চূড়ান্ত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর ২০ দল

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলসমূহ। ছবি: সংগৃহীত

২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া ২০ দল চূড়ান্ত হয়েছে। এশিয়া/পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় বাছাইপর্ব থেকে নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত জায়গা করে নিয়ে শেষ তিনটি আসন পূরণ করেছে।

এ নিয়ে টানা দ্বিতীয়বার এবং মোট তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলবে নেপাল। ওমান চতুর্থবার, আর ইউএই খেলবে তৃতীয়বার-২০২২ সালের পর প্রথমবারের মতো।

আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই আসর। ইউরোপ অঞ্চল থেকে ইতালি ও নেদারল্যান্ডস বাছাইপর্ব পেরিয়ে টিকিট পেয়েছে, যেখানে ইতালির এটি হবে প্রথম বিশ্বকাপ।



২০২৪ সালের আসরে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। ফলে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবেই ২০২৬ সালের টুর্নামেন্টে নামছে দলটি। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারত এখন পর্যন্ত একাধিকবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা তিন দলের একটি।

২০২৬ বিশ্বকাপেও আগের আসরের মতো একই ফরম্যাটে খেলা হবে। ২০ দলকে চারটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটিতে থাকবে পাঁচটি দল। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল উঠবে সেমিফাইনালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত ২০ দল:
ভারত (আয়োজক), শ্রীলঙ্কা (আয়োজক), আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট