
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল ম্যাচ মাঠে গিয়ে উপভোগ করবেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকের শেষে এই ঘোষণা দেন তিনি।
রোববার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইংলিশ ক্লাব চেলসি খেলবে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। চলতি বছর যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো ৩২ দলের সম্প্রসারিত ফরম্যাটে অনুষ্ঠিত হচ্ছে ক্লাব বিশ্বকাপ।
এই ঘোষণার ঠিক একদিন আগেই ফিফা নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারে তাদের নতুন অফিস চালুর ঘোষণা দেয়। এটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার জন্য যুক্তরাষ্ট্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন:
» ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিয়ে পিএসজির কপালে দুশ্চিন্তার ভাঁজ
» মায়ামির মায়ায় পড়েছেন মেসি, করছেন চুক্তি নবায়ন!
ট্রাম্প বলেন, ‘আমি খেলাটা দেখতে যাচ্ছি’। এর আগে সোমবার ডাজন-এর এক সম্প্রচারে উপস্থাপক এমিলি অস্টিন ইঙ্গিত দিয়েছিলেন, ফাইনালে ট্রাম্প থাকতে পারেন।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো চলতি বছরের মার্চে হোয়াইট হাউসে এক সফরের সময় ট্রাম্পকে ফাইনালের দাওয়াত দেন। নিউ জার্সির গভর্নর ফিল মারফিও জুনের শুরুতে প্রেসিডেন্টকে ম্যাচে আমন্ত্রণ জানান। সেই সময় মারফি বলেছিলেন, ‘আমি জানি না উনি আসতে পারবেন কি না।’
ট্রাম্প বর্তমানে একটি হোয়াইট হাউস টাস্কফোর্সের নেতৃত্ব দিচ্ছেন। এর দায়িত্ব ক্লাব বিশ্বকাপ এবং ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজন সংক্রান্ত প্রস্তুতি তদারকি করা। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ক্রীড়াঙ্গনে বেশ সক্রিয় রয়েছেন; তিনি সুপার বোল, ইউএফসি এবং একাধিক ফুটবল ম্যাচে উপস্থিত থেকেছেন।
এছাড়াও, তিনি ২০২৭ সালের এনএফএল ড্রাফট ওয়াশিংটন ডিসিতে আয়োজনের ঘোষণা দিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১০জুলাই২৫/এসএইচএ
