
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের কেনেডি সেন্টারে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হবে আগামী ৫ ডিসেম্বর। গতকাল এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তারিখ ঘোষণা করেন।
২০২৬ বিশ্বকাপে রয়েছে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তিনটি দেশে বিশ্বকাপ আয়োজন এবারই প্রথম। এছাড়াও এবারই প্রথম ৩২ দলের সংস্করণ বাদ দিয়ে ৪৮ দল বিশ্বকাপে অংশ নিবে। ১১ জুন শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। ১৬টি ভেন্যুতে ম্যাচ গুলো অনুষ্ঠিত হবে। যার মধ্যে ১১টি যুক্তরাষ্ট্রে, ৩টি মেক্সিকোয় ও ২টি ভেন্যু কানাডায়।
২০২৬ বিশ্বকাপে ড্রয়ের দিন-তারিখ ঘোষণার সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও সহসভাপতি জেডি ভ্যান্স।
এসময় ইনফান্তিনো বলেন, ড্র বিশ্বজুড়ে সরাসরি সম্প্রচারিত হবে। অন্তত ১০০ কোটি মানুষ দেখবেন। এবারে থাকছে ৪৮ দল, মোট ম্যাচসংখ্যা ১০৪ মানে ১০৪টি সুপার বোল।
এছাড়াও ফিফা সভাপতি বিশ্বকাপ ট্রফি সঙ্গে করে এনেছিলেন ওভাল অফিসে। যেটা ঠিক স্বাভাবিক নয়।
ওভাল অফিসে ইনফান্তিনোও বিশ্বকাপ ট্রফি হাতে মনে করিয়ে দেন, ‘ফিফা সভাপতি, দেশগুলোর প্রেসিডেন্ট এবং যারা জেতে শুধু তাঁরাই এটি (বিশ্বকাপ ট্রফি) ছুঁতে পারবেন। কারণ, ট্রফিটি শুধু বিজয়ীদের জন্য।’ ইনফান্তিনো এরপর ট্রাম্পের উদ্দেশে বলেন, ‘যেহেতু আপনিও একজন বিজয়ী, অবশ্যই আপনিও স্পর্শ করতে পারেন।’
ট্রাম্প বিশ্বকাপ ট্রফিটি হাতে নিয়ে বলেন, ‘এটা বেশ ভারী।’ ট্রফিটি ডেস্কের ওপর রাখার সময় দুর্ঘটনাবশত ট্রাম্পের হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। ইনফান্তিনো এক হাত দিয়ে আটকান। পরে ট্রফিটি নিয়ে ট্রাম্প বলেছেন, ‘সুন্দর একখণ্ড সোনা।’ শুধু তা–ই নয়, ট্রাম্প ওভাল অফিসে প্রদর্শনের জন্য বিশ্বকাপ ট্রফিটি রেখে দেওয়ার মজাও করেন ইনফান্তিনোর সঙ্গে, ‘আমি কি এটা রেখে দিতে পারি।’
৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ৪টি করে দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং তৃতীয় স্থানে থাকা সেরা আটটি দল উঠবে নকআউট পর্বে। বাছাইপর্ব পেরিয়ে এরই মধ্যে ১০টি দল বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে। ডিসেম্বরে ড্র অনুষ্ঠানের সময় ৪৮ দলের মধ্যে ৪২টি দল নিশ্চিত হয়ে যাবে। বাকি ৬টি দল নিশ্চিত হবে আগামী মার্চে প্লে–অফের মাধ্যমে।
১১ জুন মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।
ক্রিফোস্পোর্টস/২৩আগস্ট২৫/এমএ
