Connect with us
ফুটবল

‘ট্রাম্পের এখতিয়ার নেই, বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেবে শুধু ফিফা’

Donald Trump with World Cup trophy
বিশ্বকাপ ট্রফি হাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এছাড়াও আয়োজক দেশের তালিকায় রয়েছে কানাডা ও মেক্সিকো। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন দেশটির কোন শহর সামান্য অনিরাপদ হলেও বিশ্বকাপের ম্যাচ সেখান থেকে সরিয়ে নিবেন তিনি। তবে বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত নেয়ার তার কোনও এখতিয়ার নেই, জানিয়ে দিল ফিফা।

বিশ্বকাপ সংক্রান্ত যেকোন সিদ্ধান্ত নিতে পারবে কেবল ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা—ফিফা। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কোন এখতিয়ার নেই বলে জানিয়েছেন ফিফার সহ সভাপতি ভিক্টর মন্তাগ্লিয়ানি। এছাড়া উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান ফুটবল কনফেডারেশনের (কনকাকাফ) প্রেসিডেন্টও তিনি।

লন্ডনে আয়োজিত ‘দ্য সামিট’ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মন্তাগ্লিয়ানি কথা বলেছেন ট্রাম্পের সেই বক্তব্য নিয়ে।যেখানে তিনি বলেন, ‘এটা ফিফার টুর্নামেন্ট, আর কেবল ফিফার এখতিয়ার। সিদ্ধান্তও নেবে ফিফাই। বর্তমান বিশ্বনেতাদের প্রতি পূর্ণ সম্মান রেখেই বলছি, ফুটবল তাঁদের চেয়ে বড়। ফুটবল বেঁচে থাকবে তাদের সরকার, তাদের শাসন এবং তাদের স্লোগানের বাইরেও।’



এর আগে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, যদি কোন শহর ‘সামান্য বিপদজনক’ বলে মনে হয়, তবে তিনি বিশ্বকাপ ম্যাচ সেখান থেকে সরিয়ে নিবেন। বিশেষ করে সান ফ্রান্সিসকো ও সিয়াটলের কথা উল্লেখ করেছিলেন তিনি। যেখানে অঞ্চল দুটিকে চরমপন্থী ও বামপন্থীদের নিয়ন্ত্রিত বলে সরাসরি ইঙ্গিত করেছেন ট্রাম্প।

এদিকে মানবতা বিরোধী তকমা পাওয়া ইসরায়েলের আন্তর্জাতিক ফুটবলে অংশগ্রহণ নিয়েও রয়েছে নানা সমালোচনা। এই বিষয়ে মন্তাগ্লিয়ানি বলেন, ‘এটা উয়েফার সিদ্ধান্ত। তারা তাদের সদস্য দেশ নিয়ে সিদ্ধান্ত নেবে। আমি শুধু প্রক্রিয়াকে সম্মান করি এবং শেষ পর্যন্ত তারা যেই সিদ্ধান্ত নেবে, সেটিকেই সম্মান জানানো হবে।’ 

ক্রিফোস্পোর্টস/২অক্টোবর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল