Connect with us
ক্রিকেট

মুস্তাফিজকে ৯.২ কোটি রুপিতে কেনায় ক্ষুব্ধ ত্রিপুরার মহারাজা

Fizz and Proddut
মুস্তাফিজুর ও প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। ছবি: সংগৃহীত

আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর তাকে দলে নেওয়া নিয়েই প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছেন ত্রিপুরার রাজপুত্র ও তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা। তাঁর অভিযোগ, বিদেশি ক্রিকেটারদের জন্য বিপুল অর্থ ব্যয় করা হলেও ভারতের উত্তর–পূর্বাঞ্চলের প্রতিভাবান ক্রিকেটাররা নিয়মিতই অবহেলার শিকার হচ্ছেন।

এক বিবৃতিতে প্রদ্যোত কিশোর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএল কর্তৃপক্ষের নীতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরও ত্রিপুরার মণিশংকর মুরাসিংয়ের মতো খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না, অথচ বিদেশি ক্রিকেটারদের পেছনে কোটি কোটি রুপি খরচ করা হচ্ছে।

প্রদ্যোতের প্রশ্ন, “যখন একজন বিদেশি ক্রিকেটার ৯ কোটি ২০ লাখ রুপি পান, তখন উত্তর–পূর্ব ভারতের নিজস্ব প্রতিভাবান খেলোয়াড়রা কেন বারবার উপেক্ষিত থাকেন?” তাঁর মতে, ধারাবাহিক পারফরম্যান্সের পরও এই অঞ্চলের ক্রিকেটারদের প্রতি এমন আচরণ মেনে নেওয়া যায় না। এটা এই অঞ্চলের ক্রিকেটারদের সাথে অবহেলার সমান।



বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গও তোলেন তিপ্রা মথা নেতা। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা, দূতাবাস ঘিরে হুমকি এবং উত্তর–পূর্ব ভারতকে লক্ষ্য করে বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ থাকা সত্ত্বেও সেই দেশের ক্রিকেটারদের জন্য বিপুল অর্থ ব্যয় করা হচ্ছে এ বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।

প্রদ্যোত কিশোর আরও বলেন, জাতীয় আবেগ ও নিরাপত্তার কথা বলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সীমিত করা হলেও বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও ক্রীড়াসংশ্লিষ্ট লেনদেন অব্যাহত রাখা হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, জাতীয় সম্মান ও নিরাপত্তার চেয়ে কি বাণিজ্যিক স্বার্থই বেশি গুরুত্বপূর্ণ?

এ বিষয়ে ভারতের অন্যান্য রাজনৈতিক দলের নীরবতাকেও সমালোচনা করেন তিনি। তাঁর মতে, “আমরা কি সবার আগে ভারতীয় নই? তাহলে এমন ইস্যুতে সবাই চুপ কেন?”

বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট সংস্থা হিসেবে বিসিসিআইয়ের দায়িত্ব ও অগ্রাধিকার নিয়েও আত্মসমালোচনার আহ্বান জানান প্রদ্যোত কিশোর। তাঁর মতে, এখন সময় এসেছে ভাবার ক্রিকেট পরিচালনায় জাতীয় স্বার্থ আগে, নাকি শুধু ব্যবসায়িক দিকটাই মুখ্য।

ক্রিফোস্পোর্টস/২১ডিসেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট