
জমজমাট লড়াইয়ের মধ্য দিয়ে গতকাল (২৮ সেপ্টেম্বর) পর্দা নেমেছে ২০২৫ এশিয়া কাপের। আসরের হাইভোল্টেজ ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা ঘরে তুলেছে ভারত। ২০২৩ ওয়ানডে আসরের পর এবার টি-টোয়েন্টি আসরসহ টানা দুইবার শিরোপা জিতল টিম ইন্ডিয়া।
এবারের এশিয়া কাপে অপ্রতিরোধ্য ছিল ভারত। পুরো আসরে অপরাজিত থেকে শিরোপা জিতেছে দলটি। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দাপট দেখিয়েছে তারা। বিশেষ করে ভারতীয় বোলারদের মধ্যে দাপট দেখিয়েছেন স্পিনার কুলদীপ যাদব। তাই আসরের সর্বোচ্চ উইকেটও রয়েছে এই চায়নাম্যানের ঝুলিতে।
ভারতের হয়ে ৭ ম্যাচ খেলে ১৭ উইকেট শিকার করেছেন কুলদীপ। ওভারপ্রতি তিনি রান দিয়েছে মাত্র ৬.২৮ করে। সবমিলিয়ে উইকেট শিকারের তালিকায় অন্যদের ধরাছোঁয়ার বাইরেই ছিলেন তিনি। তাতে ২০২৫ আসরের সেরা বোলারের পুরস্কারটাও উঠেছে এই চায়নাম্যানের হাতেই।
এই তালিকায় দ্বিতীয় নম্বরে আছেন টুর্নামেন্টের আরেক ফাইনালিস্ট পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। তিনি অবশ্য কুলদীপের অনেক কম উইকেট শিকার করেছেন। ৭ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন এই তারকা। তিনি ওভারপ্রতি ৬.৬০ ইকোনমিতে রান খরচ করেছেন।
তালিকার তিনে আছেন গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী।মাত্র ৩ ম্যাচ খেলেই ৯ উইকেট শিকার করেছেন ৩২ বছর বয়সী এই পেসার। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। টুর্নামেন্টে ওভারপ্রতি ৬.৩৩ ইকোনমিতে রান খরচ করেছেন এই পেসার।
এই তালিকায় একমাত্র বাংলাদেশি বোলার হিসেবে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে তালিকার চার নম্বরে অবস্থান করছেন এই পেসার। টুর্নামেন্ট ওভারপ্রতি ৭.৪৩ করে রান খরচ করেছেন কাটার মাস্টার।
এছাড়া তালিকার পাঁচে আছেন পাকিস্তানের আরেক পেসার হারিস রউফ। ৫ ম্যাচে মুস্তাফিজের সমান ৯ উইকেট শিকার করেছেন এই পেসার। তবে বল হাতে কিছুটা খরুচে ছিলেন তিনি। টুর্নামেন্টে ওভারপ্রতি ৯ ইকোনমিতে রান খরচ করেছেন এই তারকা বোলার।
ক্রিফোস্পোর্টস/২৯সেপ্টেম্বর২৫/বিটি
