
এক দিনের ক্রিকেটে ক্যান্ডিতে আজ (৮ জুলাই) সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এছাড়া ফুটবলে রয়েছে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। এছাড়া টেনিসে আছে উইম্বলডন এর ফাইনাল।
এক নজরে টেলিভিশনের পর্দায় আজকের খেলা
ক্রিকেট
তৃতীয় ওয়ানডে
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
বিকেল ৩টা,
সরাসরি দেখাবে টি-স্পোর্টস।
আরও পড়ুন :
» শ্রীলঙ্কার মাটিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশের সামনে
» সৌদি আরবের আল আহলি দলে ভেড়াচ্ছে মেসিকে?
ফুটবল
ক্লাব বিশ্বকাপ (সেমিফাইনাল)
ফ্লুমিনেন্স বনাম চেলসি
রাত ১টা,
সরাসরি দেখাবে ডিএজেডএন ওয়েবসাইট।
টেনিস
উইম্বলডন
কোয়ার্টার ফাইনাল
সন্ধ্যা ৬টা,
সরাসরি দেখাবে স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।
ক্রিফোস্পোর্টস/৮জুলাই২৫/এসএ
