Connect with us
আজকের খেলা

সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচসহ আজকের খেলা (৩০ অক্টোবর, ২৫)

আজকের খেলা
আজকের খেলা। ছবি: সংগৃহীত

আজ নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। দুই দলই ফাইনালে জায়গা করে নিতে মরিয়া। একই সময়ে টেনিসে প্যারিস মাস্টার্সের গুরুত্বপূর্ণ রাউন্ডে নামছেন শীর্ষ তারকারা। রাতের দিকে ইতালিয়ান সিরি আ’য় দুটি ম্যাচে মুখোমুখি হবে কালিয়ারি–সাসসুয়োলো এবং পিসা-লাৎসিও।

এক নজরে টেলিভিশনের পর্দায় আজকের খেলাসমূহ

নারী ওয়ানডে বিশ্বকাপ



ভারত বনাম অস্ট্রেলিয়া
বেলা ৩টা ৩০ মিনিট
সরাসরি দেখাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

টেনিস

প্যারিস মাস্টার্স
বেলা ৩টা ৩০ মিনিট,
সরাসরি দেখাবে সনি স্পোর্টস ৫

সিরি আ

কালিয়ারি বনাম সাসসুয়োলো
রাত ১১টা ৩০ মিনিট,
সরাসরি দেখাবে ডিএজেডএন

পিসা বনাম লাৎসিও
রাত ১টা ৪৫ মিনিট,
সরাসরি দেখাবে ডিএজেডএন

ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in আজকের খেলা