
পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে কম্পাউন্ডে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন ২০২০ যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক ক্রিকেটার আকবর আলী।
এই জঘন্য ঘটনার দ্রুত বিচার দাবি করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন।
শুক্রবার (১১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আকবর আলী লিখেছেন, ‘বাঙালি জাতি হিসেবে আজ আমরা লজ্জিত। এই ঘটনার বিচারেও যদি দেরি হয় তাহলে দেশের আইন, শাসন ও বিচার বিভাগের ওপর আস্থা রাখতে পারবো না।’
এর আগে ফেসবুকে ঘটনাস্থলের একটি সিসি ক্যামেরার ফুটেজ ভাইরাল হয়। ভাইরাল ওই ভিডিওতে ঘটনার নৃশংসতা দেখে ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা।
আরও পড়ুন:
» এশিয়া কাপ হকিতে কাজাখস্তানের বিপক্ষে ড্র করল বাংলাদেশ
» স্কটল্যান্ডকে হারিয়ে স্বপ্ন বাঁচিয়ে রাখল ২৭তম র্যাঙ্কিংয়ে থাকা দলটি!
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মহিন ও তারেক নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। মহিন ঘটনার মূলহোতা। এছাড়া সিসি ক্যামেরার ফুটেজ দেখে সবাইকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলমান।
আকবর আলীর এই মন্তব্য দেশের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থার সংকটকে তুলে ধরেছে। মিটফোর্ড হাসপাতালের মতো একটি জনগুরুত্বপূর্ণ স্থানে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জনমনে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাবেক এই অধিনায়কের মতো অনেক সাধারণ নাগরিকও এই ঘটনার দ্রুত এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন।
ক্রিফোস্পোর্টস/১১জুলাই২৫/এসএইচএ
