মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত ছন্দে আছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রকে হারিয়ে শুরু করার পর কীর্তিপুরে পাপুয়া নিউগিনির বিপক্ষেও অসাধারণ পারফরম্যান্স করে জয় তুলে নিল নিগার সুলতানার দল। ব্যাটে–বলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৩০ রানের জয় তুলে নিয়ে বিশ্বকাপের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বাঘিনীরা।
এদিন টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৮ রান তোলে বাংলাদেশ। শুরুটা এনে দেন দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দুজনের ৪৯ রানের জুটিতে ভালো ভিত পায় দল। জুয়াইরিয়া ১১ বলে ১৭ রান করে ফিরলেও দিলারা কিছুক্ষণ ধরে ইনিংস টানেন। তবে মাঝের ওভারগুলোতে রানের গতি কিছুটা কমে যায়। শারমীন আক্তার ২৮ রান করে ফেরার পরই বদলে যায় রানের গতি।
শেষ চার ওভারে ঝড় তোলেন স্বর্ণা আক্তার ও সোবহানা মোস্তারি। ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটিতে বাংলাদেশ পৌঁছে যায় লড়াকু স্কোরে। স্বর্ণা মাত্র ১৪ বলে চার ছক্কা ও এক চারে অপরাজিত ৩৭ রান করেন। সোবহানা খেলেন ২৪ বলে ৩৪ রানের কার্যকর ইনিংস। পিএনজির হয়ে মাইরি টম, হিনাও থমাস ও দিকা লোহিয়া একটি করে উইকেট নেন।
লক্ষ্য তাড়া করতে নেমে পাপুয়া নিউগিনি শুরুতে আক্রমণাত্মক ছিল। ৩.১ ওভারে আসে ৩২ রান। তবে পরপর দুই ওভারে উইকেট হারিয়ে ছন্দ নষ্ট হয়। এরপর ব্রেন্ডা তাউ ও সিবোনা জিমির জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় দলটি। দুজনে মিলে ৫৪ রান যোগ করেন। ১৪তম ওভারে ব্রেন্ডা ৩৫ রানে আউট হতেই তাদের ব্যাটিংয়ে ধস নামে।
৯৮ রানে ২ উইকেট থেকে ১৩৮ রানে অলআউট হয়ে যায় পিএনজি। সিবোনা করেন ২৮ রান, হোলান দরিগার ব্যাট থেকে আসে ২১। বাংলাদেশের বোলিংয়ে সবাইই উইকেট তুলে নেন। এদিন অধিনায়ক জ্যোতি সাতজন বোলার ব্যবহার করেন। সাত বোলার উইকেট ভাগাভাগি করেন। শুধু সুলতানা খাতুনই উইকেট পাননি।
এই জয়ে দুই ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে বাংলাদেশ। সামনে নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ। শেষ দুই ম্যাচের একটি জিতলেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট নিশ্চিত হবে নিগারদের। তাই বিশ্বকাপে অংশগ্রহণ এখন আর স্বপ্ন নয় জ্যোতি শারমিনদের সামনে।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/টিএ
