
বৈশ্বিক টুর্নামেন্ট মানেই যেন বাংলাদেশের সমীকরণ মেলানোর খেলা। এবারের এশিয়া কাপেও তার ব্যতিক্রম হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হয়েছে বাংলাদেশকে। আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের সুবাদে গ্রুপ টেবিলের দুইয়ে থেকে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছে টাইগাররা।
তবে এবার ব্যস্ত সূচিতে নতুন শঙ্কায় বাংলাদেশ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়েই শুরু হচ্ছে এশিয়া কাপের ‘সুপার ফোর’-এর লড়াই। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে পাত্তা না পেলেও সুপার ফোরে নতুন প্রত্যাশা নিয়ে মাঠে নামতে চায় লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ।
সুপার ফোরে টাইগারদের দ্বিতীয় ম্যাচ বুধবার ভারতের বিপক্ষে এবং তৃতীয় ও শেষ ম্যাচ তার পরদিনই পাকিস্তানের বিপক্ষে। অর্থাৎ টানা দুই দিন দুই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে বাংলাদেশকে। এমন টানা ম্যাচের সূচি আর কোনো দলের নেই।
আগের মতো সেই দ্বৈরথ না থাকলেও বড় আকর্ষণ হিসেবে থাকবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই। যদিও সাম্প্রতিক সময়ে ভারতের কাছে পাত্তা পাচ্ছে না পাকিস্তান; তবুও এই ম্যাচকে ঘিরে বাড়তি আগ্রহ থাকে ক্রিকেট ভক্তদের। গ্রুপ পর্বে দুই দলের ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয়দের হাত না মেলানো ও পরবর্তী ঘটনাপ্রবাহের কারণে ম্যাচটিকে ঘিরে কৌতূহল আরও তীব্র হবে। রোববার দুবাইয়ে মুখোমুখি হবে দুই দল।
সুপার ফোর পর্বে একটি ছাড়া বাকি সব ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাইয়ে। শুধু পাকিস্তান-শ্রীলঙ্কার লড়াইটি হবে আবুধাবিতে মঙ্গলবার। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
ক্রিফোস্পোর্টস/১৯সেপ্টেম্বর২৫/এনজি
