ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই আজ অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশের যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় বেলা দেড়টায় মাঠে নামবে টাইগার যুবারা। মাঠের বাইরে চলমান রাজনৈতিক ও ক্রিকেটীয় টানাপোড়েনের মধ্যেই এই ম্যাচে আলাদা নজর থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের।
সাম্প্রতিক সময়ে ভারতকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি ক্রিকেট কূটনীতিতেও প্রভাব ফেলেছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ইস্যু দেখিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না এমন অবস্থান ইতোমধ্যে আইসিসিকে জানিয়েছে বিসিবি। বিষয়টি নিয়ে আলোচনা এখনও চলমান। তবে এসবের মাঝেই মাঠের লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের যুব দল।
ক্রিকেট মাঠে ভারত–বাংলাদেশ দ্বৈরথ মানেই বাড়তি উত্তাপ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের নো–বল বিতর্ক থেকে শুরু করে সাম্প্রতিক নানা ঘটনায় এই প্রতিদ্বন্দ্বিতা সময়ের সঙ্গে আরও তীব্র হয়েছে। জাতীয় দলে ভারতের বিপক্ষে বড় সাফল্য এখনও সীমিত হলেও যুব পর্যায়ের গল্পটা আলাদা। ২০২০ যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়েই প্রথমবার বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ।
শুধু তাই নয়, গত বছর এশিয়া কাপ অনূর্ধ্ব–১৯ ফাইনালেও ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। আজিজুল হাকিমের নেতৃত্বে সেই দলের বড় অংশই এবার বিশ্বকাপে খেলছে। তবে প্রস্তুতিতে কিছুটা বাধা এসেছে বৃষ্টির কারণে। জিম্বাবুয়েতে দুটি প্রস্তুতি ম্যাচের একটি মাঠেই গড়ায়নি, অন্যটিও বৃষ্টিতে ব্যাহত হয়েছে।
ম্যাচের আগের দিন বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় কোচ নাভিদ নেওয়াজ বলেন, প্রতিপক্ষ নয়, নিজেদের প্রস্তুতিতেই মনোযোগী থাকতে চান তারা। তাঁর মতে, প্রথম ম্যাচে কার বিপক্ষে খেলছে, সেটা বড় বিষয় নয়। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল।
ভারতের বিপক্ষে ম্যাচের পর ‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ম্যাচ দুটি হবে যথাক্রমে ২০ ও ২৩ জানুয়ারি।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহঅধিনায়ক), সামিউন বশির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সাদ ইসলাম, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।
উল্লেখ্য, এবারের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে ১৬টি দল চার গ্রুপে ভাগ হয়ে খেলছে। প্রতিটি গ্রুপ থেকে তিনটি করে দল যাবে সুপার সিক্সে। সেখানে দুই গ্রুপে ছয়টি করে দল খেলবে। সেখান থেকে সেরা চার দল জায়গা করে নেবে সেমিফাইনালে। আজ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই সেই ম্যাচ দিয়েই বিশ্বকাপ জয়ের মিশন শুরু করছে টাইগার যুবারা।
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ
