Connect with us
ক্রিকেট

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের কাছে হারল টাইগার যুবারা

বাংলাদেশ বনাম ভারত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ছবি: সংগৃহীত

বারবার বৃষ্টির হানায় ম্যাচের ফলাফল বাংলা। আর সেই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে না পেরেই হেরে বসলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল। বুলাওয়েতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ম্যাচে ডিএল মেথডে ভারতের কাছে ১৮ রানে পরাজিত হয়েছে টাইগার যুবারা।

টস হেরে আগে ব্যাট করতে নেমে ভারত শুরু থেকেই রান তোলার চেষ্টা করে। মাঝেমধ্যে বৃষ্টি বাধা দিলেও নির্ধারিত সময়ের মধ্যে ৪৮ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ২৩৮ রান সংগ্রহ করে তারা। ভারতের ইনিংসে সবচেয়ে বেশি রান করেন অভিজ্ঞান কুন্ডু। তিঞ্জ করেন ৮০ রান।

বৃষ্টির কারণে বাংলাদেশের লক্ষ্য একাধিকবার বদলে যায়। ইনিংস শুরুর সময় ৪৯ ওভারে লক্ষ্য ছিল ২৩৯ রান। তবে ১৭ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৯০ রান করার পর আবার বৃষ্টি নামে। এতে ম্যাচের ওভার কমে দাঁড়ায় ২৯ ওভারে, নতুন লক্ষ্য নির্ধারিত হয় ১৬৬ রান।



পুনরায় খেলা শুরু হলে বাড়তি চাপে পড়ে যায় বাংলাদেশের ব্যাটিং। দ্রুত রান তুলতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে দলটি। ইনিংস গড়ানোর আগেই ধসে পড়ে টপ অর্ডার। শেষ পর্যন্ত ২৮ ওভার ৩ বলে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

এর আগে ভারতের ইনিংসে শুরুতেই দারুণ আঘাত হানে বাংলাদেশ। ইনিংসের প্রথম দিকেই আয়ুশ মাহাত্রেকে ৬ রানে ফেরান আল ফাহাদ। একই ওভারে ভিদান্ত ত্রিভেদীকেও সাজঘরে পাঠান তিনি। ১২ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত। পরে ভিহান মালহোত্রা ৭ রানে ফিরলে ৫৩ রানে তিন উইকেট হারায় তারা।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন আল ফাহাদ। ৩৮ রানে ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংস ভাঙার মূল ভূমিকা রাখেন তিনি। এ ছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম তামিম নেন দুটি করে উইকেট।

এর ফলে ভারতের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬ যাত্রা শুরু করল বাংলাদেশ।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট