Connect with us
ফুটবল

বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ, বেড়েছে দাম

Ticket prices announced for the Bangladesh-India match
বাংলাদেশ বনাম ভারত। ছবি- সংগৃহীত

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ক্রিকেট হোক কিংবা ফুটবল, এই দুই প্রতিবেশী দেশের লড়াই ঘিরে ভক্তদের মাঝে আলাদা রোমাঞ্চ ও উন্মাদনা কাজ করে। এবার সেটারই সুবিধা নিতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলতি মাসেই এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঘরের মাঠে ভারতকে আতিথ্য দেবে বাংলাদেশ। নিয়মরক্ষার এই ম্যাচ ঘিরেও সমর্থকদের মাঝে উত্তেজনা তুঙ্গে। সমর্থকের এই উত্তেজনাকে কাজে লাগিয়ে সাধারাণ গ্যালারির টিকিটের দাম ১০০ টাকা বাড়িয়েছে বাফুফে। আজ (শনিবার) টিকিটের দাম বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।

জাতীয় স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে বসে বাংলাদেশ-ভারতের ম্যাচ দেখার জন্য ৫০০ টাকা গুনতে হবে দর্শকদের। এখনো অনলাইনে ছাড়া হয়নি ম্যাচের টিকিট। আগামী ১০ নভেম্বর দুপুর ২টা থেকে অনলাইন প্লাটফর্ম কুইকেট ডট মিতে এই ম্যাচের টিকিট পাওয়া যাবে।



পূর্বে ৪০০ টাকায় পাওয়া যেত সাধারণ গ্যালারির টিকিট। এর আগে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে সিঙ্গাপুর ও হংকংকে আতিথ্য দিয়েছিল বাংলাদেশ। দুটো ম্যাচেই সাধারণ গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছিল ৪০০ টাকা করে। ম্যাচের টিকিট ছাড়ার ঘন্টাখানেকের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। আর দুটো ম্যাচে দর্শক কানায় কানায় পূর্ণ ছিল।

এর বাইরে ভারত ম্যাচে ক্লাব হাউস-১ এর টিকিটের মূল্য ৫ হাজার টাকা, ক্লাব হাউস-২ এর মূল্য ৩ হাজার টাকা, ভিআইপি-২ এর মুল্য ৪ হাজার টাকা, ভিআইপি-৩ এর মূল্য ৩ হাজার টাকা। এছাড়া রেড বক্স ৬ হাজার, কর্পোরেট বক্স ৮ হাজার, স্কাই বক্স ৮ হাজার ও স্কাই ভিউ টিকিটের জন্য ৭ হাজার টাকা গুনতে হবে দর্শকদের।

এদিকে ভারত ম্যাচের আগে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তবে এই ম্যাচ ঘিরে দর্শকদের তেমন সাড়া পাচ্ছে না বাফুফে। টিকিটের দাম কম হলেও মিলছে না দর্শক। নেপাল ম্যাচে সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। আর ক্লাব হাউজ-২ গ্যালারির মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। তবুও আশানুরূপ টিকিট বিক্রি করতে পারেনি বাফুফে।

আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবেন হামজা-জামালরা।

ক্রিফোস্পোর্টস/৮নভেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল