Connect with us
ক্রিকেট

হোয়াইটওয়াশের তিক্ততা ভুলে ঘুরে দাঁড়াতে পারবে কি বাংলাদেশ

Ticket prices and purchase process for the Bangladesh–West Indies match.
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি- বিসিবি

ওয়ানডে ক্রিকেটে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। দীর্ঘদিন ধরেই নিজেদের পছন্দের ফরম্যাটে ধুকছে টাইগাররা। সাম্প্রতিক সময়ে তাদের পারফরম্যান্স তলানিতে গিয়ে ঠেকেছে৷ যার শেষটা হয়েছে সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজে, যেখানে আফগানদের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগারদের সামনে।

দেড় বছর ধরে কোনো ওয়ানডে সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ওয়ানডে সিরিজ জয় এসেছিল ২০২৪ সালের মার্চে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর চারটি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। যার মধ্যে দুটিতে হোয়াইটওয়াশ এবং দুটিতে ২-১ ব্যবধানে হেরেছে তারা।

চলতি বছর ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৭টিতেই হেরেছে তারা। যেখানে ৩টি আফগানিস্তানের বিপক্ষে, ২টি শ্রীলঙ্কার বিপক্ষে এবং ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরেছিল টাইগাররা। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে ওয়ানডেতে কতটা ধুকছে বাংলাদেশ।



এবার মিরাজদের সামনে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষেও ওয়ানডেতে সবশেষ দেখায় তিক্ত অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ। উইন্ডিজের মাঠে গত বছরের ডিসেম্বরে ওয়ানডে সিরিজে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওই সিরিজে নেতৃত্ব দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।

এবারও মিরাজের নেতৃত্বতেই খেলবে বাংলাদেশ। তবে এবার হোম এডভান্টেজ রয়েছে মিরাজদের কাছে। এই সুবিধা কাজে লাগিয়ে ওই সিরিজের প্রতিশোধ নিতে চাইবে টাইগাররা।

এর আগে ২০২২ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতে হোয়াইট করেছিল বাংলাদেশ। তার আগে ২০২১ সালে ঘরের মাঠে ক্যারিবিয়ানদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশ পিছিয়ে থাকলেও, অতীত পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের পক্ষেই৷ ঘরের মাঠে পুনরায় সেই সুখস্মৃতি ফিরিয়ে আনার পালা টাইগারদের।

আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২১ ও ২৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট