
আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের রেশ না কাটতেই ফের মাঠে নামছে বাংলাদেশ। ঘরের মাঠে সাদা বলের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে আতিথ্য দেবে টাইগাররা। তিন ম্যাচের ওয়ানডে দিয়ে আগামীকাল (শনিবার) থেকে মাঠে গড়াবে এই সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ইতোমধ্যে এই সিরিজের টিকিটের মূল্য তালিকা ও প্রাপ্তিস্থান ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে সিরিজের টিকিট কেনার জন্য মিরপুরের কাউন্টারে গিয়ে আর ভিড় জমাতে হবে না দর্শকদের। ঘরে বসেই অনলাইনে টিকিট কাটতে পারবেন দর্শকেরা। ওয়ানডে সিরিজের সব টিকিট `gobcbticket.com.bd` ওয়েবসাইটে পাওয়া যাবে। এছাড়া প্লে-স্টোর থেকে ‘GoBCBTicket’ অ্যাপ ডাউনলোড করেও টিকিট কাটতে পারবেন দর্শকেরা।
সর্বনিম্ন ৩০০ টাকায় গ্যালারিতে বসে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। মিরপুরের ইস্টার্ন গ্যালারির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। নর্দান গ্যালারি ও শহীদ আবু সাঈদ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। আর ক্লাব হাউজ দক্ষিণ ও উত্তরের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়।
একটু বাড়িয়ে ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিটের জন্য গুনতে হবে ১,৫০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড আপার ও লোয়ারের টিকিট পাওয়া যাবে ২,৫০০ টাকায়। এছাড়া সবচেয়ে বেশি টাকা গুনতে হবে ইন্টারন্যাশনাল লাউঞ্জে বসে খেলা দেখার জন্য। গ্যালারির এই অংশের টিকিটের দাম ধরা হয়েছে সর্বোচ্চ ৩,৫০০ টাকা।
আগামীকাল শনিবার (১৮ অক্টোবর) মাঠে গড়াবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটিম। একই ভেন্যুতে ২১ ও ২৩ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/১৭অক্টোবর২৫/বিটি
