Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের দাম ও প্রাপ্তিস্থান প্রকাশ

bangladesh pakistan
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, এই সিরিজের সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে এবং স্টেডিয়ামের নির্ধারিত বুথে। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

ক্রিকেটপ্রেমীরা সর্বনিম্ন ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন। যারা প্রিমিয়াম অভিজ্ঞতা চান, তাদের জন্য ইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ – কর্পোরেট ব্লক)-এর টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫০০ টাকা, যা এই সিরিজের সর্বোচ্চ দামের টিকিট।

আরও পড়ুন:

» নেপালকে হারাতে মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা

» চ্যালেঞ্জিং কন্ডিশনে সিরিজ বাঁচাতে মরিয়া বাংলাদেশ

শহীদ আবু সাঈদ স্ট্যান্ড এবং নর্দার্ন গ্যালারির টিকিটের দাম ৪০০ করে। ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৮০০ টাকা। সর্বোচ্চ সাড়ে তিন হাজার টাকা দাম ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকিট। এছাড়া গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে আড়াই হাজার এবং ইন্টারন্যাশনাল গ্যালারির টিকিট মিলবে দেড় হাজার টাকায়।

এদিকে, জুলাই আন্দোলনের সম্মানে ব্লক ৩৬ এর ১০০টি টিকিট জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের ফান্ডে দেবে বিসিবি।

বিসিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে। অনলাইনে বিক্রি না হওয়া টিকিট বিক্রি করা হবে স্টেডিয়ামের বাইরের বুথে। কোন কোন বুথে পাওয়া যাবে, সেটা বিসিবির ডিজিটাল প্ল্যাটফর্মে জানানো হবে বলে জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

আগামী ২০, ২২ ও ২৪ জুলাই সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৩জুলাই২৫/এসএইচএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট