অ্যাশেজের দ্বিতীয় টেস্ট ম্যাচ ইংলিশ ব্যাটার জো রুটের জন্য স্মরণীয় হয়ে থাকবে। ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির এই টেস্টে গোলাপি বলে রীতিমতো তান্ডব চালান মিচেল স্টার্ক। তবে স্টার্কের তান্ডব সামলে একাই লড়ে যান রুট। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
ব্রিসবেনে প্রথম দিনটাই হতে পারতো অস্ট্রেলিয়ার। তবে রুটের হার না মানা সেঞ্চুরির পর তিনশ পেরোয় সফরকারীরা। প্রথম দিন শেষে ৯ উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। আজ দ্বিতীয় দিন ব্যাটিং নেমে ৯ রান রোগ করেই গুটিয়ে যায় ইংলিশরা।
রুট ২০৬ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১৩৮ রান করে অপরাজিত ছিলেন। ওপেনার জ্যাক ক্রলির ব্যাটে আসে ৯১ বলে ৭৬ রান। এছাড়া শেষদিকে রুটকে সঙ্গ দেওয়া জোফরা আর্চার ৩৬ বলে ৩৮ রানের কার্যকরী ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার হয়ে ৬ উইকেট শিকার করেন স্টার্ক।

বরাবরের মতোই গোলাপি বলে জ্বলে উঠেন স্টার্ক। ছবি- গেটি
জবাবে ব্যাট করতে নেমে তিন ফিফটিতে স্বতিতে দ্বিতীয় দিন পার করেছে অস্ট্রেলিয়া। ৩৭৮ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে অজিরা। তাতে ৪৪ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। অ্যালেক্স কেরি ৪৫ বলে ৪৬ এবং মাইকেল নেসের ৩০ বলে ১৫ রান করে অপরাজিত আছেন।
অস্ট্রেলিয়ার হয়ে আজ ব্যাট হাতে জ্বলে উঠেন জ্যাক ওয়েদারাল্ড। প্রথম টেস্টে ব্যর্থ হলেও আজ ফিফটি তুলে নেন তিনি। জোফরা আর্চারের এলবিডব্লুর ফাদে পড়ার আগে ৭৮ বলে ১২ চার ও ১ ছক্কায় ৭২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ওপেনার।
তিন ও চারে নামা মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথও ফিফটির দেখা পেয়েছেন। বেন স্টোকসকে উইকেট দিয়ে ফেরার আগে ৭৮ বলে ৯ চার ও ১ ছক্কায় ৬৫ রানের ইনিংস খেলেন এই ইনফর্ম ব্যাটার। আর স্মিথ ৮৫ বলে ৫ চার ও ২ ছক্কায় ৮৫ রান করেন। তার উইকেট নেন ব্রাইডন কার্স।

লাবুশেনকে ফেরান বেন স্টোকস। ছবি- গেটি
অপ্লের জন্য ফিফটি মিস করেন ক্যামেরন গ্রিন। কার্সের বলে বোল্ড হওয়ার আগে ৫৭ বলে ৭ চারের মারে ৪৫ রান করে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার। তবে বেশিক্ষণ টিকতে পারেননি পার্থ টেস্ট জয়ের নায়ক ট্রাভিস হেড। ওপেনিংয়ে নেমে ৩৩ রান করদ বিদায় নেন এই তারকা।
ইংল্যান্ডের হয়ে ৩টি উইকেট শিকার করেছেন ব্রাইডন কার্স। এছাড়া বেন স্টোকস ২টি এবং আর্চার একটি উইকেট শিকার করেছেন।
ক্রিফোস্পোর্টস/৫ডিসেম্বর২৫/বিটি
