
পাকিস্তানের হয়ে এশিয়া কাপটা প্রত্যাশামাফিক হলো না উদীয়মান তারকা সাইম আইয়ুবের। দলটির হয়ে প্রথমবার এশিয়া কাপ আসরে খেলতে নেমে একটি বিব্রতকর রেকর্ড গড়েছেন এই ওপেনার। মহাদেশীয় এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ ৩ বার ডাক মারার রেকর্ড গড়েছেন তিনি।
আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) আরব আমিরাতের বিপক্ষে দুই বলে খেলে কোনো রান না করেই ফিরেছেন সাইম। এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে ডাক মেরে ফিরলেন তিনি। এর আগে ওমানের বিপক্ষে প্রথম ম্যাচে এবং ভারতে বিপক্ষে দ্বিতীয় ম্যাচে গোল্ডেন ডাক মারেন এই তরুণ।
এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে তৃতীয় ব্যাটার হিসেবে এমন বিব্রতকর রেকর্ড গড়লেন। এই তালিকায় আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। ২০১৬ এশিয়া কাপ আসরে তিনটি ডাক মেরেছিলেন এই টাইগার পেসার। এছাড়া হংকংয়ের ব্যাটার কিঞ্চিৎ শাহ সর্বোচ্চ ৩ বার ডাক মেরেছেন।
পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সাইমের অষ্টম ডাক। চলতি বছর এটি তার পঞ্চম ডাক। এতে ভারতীয় ব্যাটার সঞ্জু স্যামসনের এক বর্ষপঞ্জিতে ডাকের রেকর্ড ছুঁয়েছেন তিনি। ২০২৪ সালে ভারতের হয়ে ১৩ টি-টোয়েন্টিতে পাঁচটি ডাক মেরেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
অবশ্য ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঝলক দেখিয়েছেন সাইম। এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকার করেছেন এই স্পিনার। প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে ২ ওভারে ৮ রান দিয়ে ২টি উইকেট শিকার করেন সাইম। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৪ ওভারে ৩৫ রান খরচায় শিকার করেন ৩টি উইকেট।
২ ম্যাচে ৫ উইকেট নিয়ে চলতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তিনে আছেন সাইম। ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে শীর্ষে আছেন আরব আমিরাতের জুনায়েদ সিদ্দিক। আর ভারতের কুলদীপ যাদব ২ ম্যাচেই ৭ উইকেট শিকার করে দুই নম্বরে অবস্থান করছেন।
ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৫/বিটি
