আগামী বছরের শুরুতে মাঠে গড়াবে নারীদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ডব্লিউপিএল (ওমেন্স প্রিমিয়ার লিগ) বা নারী আইপিএল। ভারতের এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সামনে রেখে চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিলাম। যেখানে নাম রয়েছে পেসার মারুফা আক্তারসহ বাংলাদেশের তিন ক্রিকেটারের।
ডব্লিউপিএলের নিলামের সংক্ষিপ্ত তালিকায় মারুফাসহ জায়গা করে নিয়েছেন দুই স্পিন অলরাউন্ডার রাবেয়া খান ও স্বর্ণা আক্তার। নিলামে বাংলাদেশের এই তিন ক্রিকেটারেরই ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ ভারতীয় রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ৪১ লাখ ৩৩ হাজার টাকা।
সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে বল হাতে নজর কাড়েন মারুফা। নতুন বলে দারুণ ইনসুইংয়ের কারণে ক্রিকেটবিশ্বের নজর আসেন তিনি। তার দারুণ ইনসুইংয়ের প্রশংসায় মাতেন অনেক ক্রিকেটবোদ্ধারা। সবমিলিয়ে বিশ্বকাপের ৬ ম্যাচে ৬ উইকেট শিকার করেন মারুফা। তাই নারী আইপিএল ঘিরে আলোচনায় ছিল এই পেসারের নাম।
দুই স্পিন অলরাউন্ডার স্বর্ণা ও রাবেয়া বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কিছু কিছু ম্যাচে অবদান রাখেন। স্বর্ণা বল হাতে ৬ ম্যাচে ৬ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৬ ইনিংসে ৯০ রান করেন। যেখানে ২ বার ৩টি করে উইকেট নিয়েছেন পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। আর ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৫ বলে ৫১ রানের একটি ইনিংসও রয়েছে তার।
অন্যদিকে রাবেয়া ৭ ম্যাচে শিকার করেন ৭ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে সর্বোচ্চ ৩টি এবং শ্রীলঙ্কার বিপক্ষে ২টি উইকেট নিয়েছিলেন এই স্পিনার। এছাড়া ব্যাট হাতে ৬ ইনিংসে ৭৮ রান করেন তিনি। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ২৭ বলে ৪৩ রানের ইনিংসটি খেলেন এই রাবেয়া।
নারী আইপিএলের আসন্ন মেগা নিলামে দেশি ও বিদেশি সবমিলিয়ে ২২৭ ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে সবমিলিয়ে ৭৩ জন ক্রিকেটার দল পাবেন। ভারত থেকে আছেন ১৯৪ জন। তাদের মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৫০ জন। আর এই তালিকায় বিদেশি ক্রিকেটার রয়েছেন ৮৩ জন। বিদেশিদের মধ্যে সর্বোচ্চ ২৩ জনই দল পাবেন।
আগামী ২৭ নভেম্বর দিল্লিতে নারী আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/২১নভেম্বর২৫/বিটি