Connect with us
ফুটবল

চ্যাম্পিন্স লিগ

সরাসরি শেষ ষোলো ও প্লে-অফের টিকিট পেল যারা

Champions League
চ্যাম্পিয়ন্স লিগ। ছবি: সংগৃহীত

ইউরোপের রাতটা ছিল টানটান উত্তেজনায় ভরা। শেষ রাউন্ডের সব ম্যাচ একসঙ্গে শুরু হওয়ায় প্রতি কয়েক মিনিট পরপরই বদলেছে পয়েন্ট টেবিলের স্থান। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্ব তাই শেষ হয়েছে কারোর স্বস্তিতে আবার কেউ শেষ করেছে হতাশায়।

শেষ রাউন্ডের আগে সরাসরি শেষ ষোলো নিশ্চিত ছিল কেবল আর্সেনাল ও বায়ার্ন মিউনিখের। বুধবার সেই তালিকায় যোগ দিল আরও ছয় দল লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি ও ম্যানচেস্টার সিটি। অর্থাৎ শীর্ষ আটে থেকে নকআউট পর্বে সরাসরি জায়গা করে নেওয়া আট দল চূড়ান্ত।

শেষ ম্যাচেও শতভাগ সাফল্য ধরে রেখেছে আর্সেনাল। কয়রাত আলমাতিকে ৩-২ গোলে হারিয়ে তারা গ্রুপপর্ব শেষ করেছে জয় দিয়ে। বায়ার্ন মিউনিখও নিজেদের আধিপত্য ধরে রেখেছে। পিএসভি আইন্দহোভেনের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে জার্মান জায়ান্টরা।



সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। শেষ রাউন্ডের আগে তৃতীয় স্থানে থাকলেও বেনফিকার বিপক্ষে ৪-২ গোলের হারে তারা নেমে গেছে নবমে। ফলে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নদের খেলতে হবে প্লে-অফ। গত আসরেও একই পথে শেষ ষোলোয় উঠেছিল তারা।

বেনফিকার গল্পটা আরও নাটকীয়তায় ভরা। যোগ করা অতিরিক্ত সময়ের অষ্টম মিনিটে গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের হেডে পাওয়া গোল তাদের টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে। গোল ব্যবধানে এগিয়ে থেকে ২৪তম স্থানে শেষ করে প্লে-অফ নিশ্চিত করেছে জোসে মরিনিয়োর দল।

নতুন ফরম্যাটে ৩৬ দলের লিগপর্বে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলো খেলবে দুই লেগের প্লে-অফ। সেখান থেকে আটটি দল উঠবে শেষ ষোলোয়, যেখানে অপেক্ষা করছে শীর্ষ আটটি দল।

গতবারের চ্যাম্পিয়ন পিএসজিও সরাসরি উঠতে পারেনি। নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ ড্র করে তারা শেষ করেছে ১১তম স্থানে। ইন্টার মিলান, আতলেতিকো মাদ্রিদ, ইউভেন্তুস, আতালান্তা একাধিক বড় ক্লাবকেও এখন প্লে-অফের কঠিন পথ পাড়ি দিতে হবে।

অন্যদিকে কয়েকটি দলের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই কয়রাত আলমাতি, ভিয়ারেয়াল, স্লাভিয়া প্রাহা ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট। শেষ দিনে তাদের সঙ্গে ছিটকে গেছে মার্সেই, পাফোস, ইউনিয়ঁ সাঁ জিলোয়াজ, পিএসভি আইন্দহোভেন, আথলেতিক বিলবাও, নাপোলি, কোপেনহেগেন ও আয়াক্স।

সরাসরি শেষ ষোলোয়

আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহ্যাম হটস্পার, বার্সেলোনা, চেলসি, স্পোর্তিং সিপি, ম্যানচেস্টার সিটি।

প্লে-অফে

রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, পিএসজি, নিউক্যাসল ইউনাইটেড, ইউভেন্তুস, আতলেতিকো মাদ্রিদ, আতালান্তা, বায়ার লেভারকুজেন, বরুশিয়া ডর্টমুন্ড, অলিম্পিয়াকোস, ক্লাব ব্রুজ, গালাতাসারাই, মোনাকো, কারাবাগ, বুদে/গ্লিম্ট, বেনফিকা।

ক্রিফোস্পোর্টস/২৯জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ফুটবল