Connect with us
ক্রিকেট

প্রোটিয়াদের ২৭ বছরের আক্ষেপ ঘুচালো তরুণ এই ক্রিকেটারের ব্যাটে

ম্যাথিউ ব্রিটজক। ছবি- সংগৃহীত

শেষবার দক্ষিণ আফ্রিকা যখন ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জেতে তখন জন্মই হয়নি ম্যাথিউ ব্রিটজকের। সেই দিনটি ছিল ১৯৯৮ সালের ২৩ মে। এর পর কেটে গেছে দীর্ঘ ২৭ বছর। অবশেষে সেই আক্ষেপ ঘুচলো ব্রিটজকের হাত ধরে।

লন্ডনের ঐতিহাসিক লর্ডসে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে প্রোটিয়ারা।

শুরুতে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা তোলে ৮ উইকেটে ৩৩০ রান। জবাবে ইংল্যান্ডের রানের চাকা থামে ৯ উইকেটে ৩২৫ রানে। শেষ ওভারে জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান। তবে সেনুরান মুথুসামির নিখুঁত বোলিংয়ে জোফরা আরচাররা নিতে পারেন মাত্র ১০ রান। এতে স্বাগতিকদের বিপক্ষে ৫ রানের শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় অতিথিরা।



গেল জুনে এই লর্ডসেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছিল প্রোটিয়ারা। সেই ধারাবাহিকতায় এবার ইংলিশদের মাঠে ওয়ানডে সিরিজও জয় করলো টিম সাউথ আফ্রিকা।

ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন ম্যাথিউ ব্রিটজকে। ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন এই উইকেটরক্ষক ব্যাটার। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে টানা পঞ্চাশোর্ধ ইনিংস খেলার কীর্তিও গড়েছেন তিনি। এছাড়া ত্রিস্টান স্টাবস ৫৮, এইডেন মার্করাম ৪৯, দেয়াল্ড ব্রেভিস ৪২ ও রায়ান রিকেল্টন ৩৫ রান করেন।

ইংল্যান্ডের হয়ে সমান ৬১ রান করেন জো রুট (৭২ বলে) ও জস বাটলার (৫১ বলে)। জ্যাকব বেথেল ৫৮ ও উইল জ্যাকস ৩৯ রান যোগ করেন। বল হাতে ইংল্যান্ডের জোফরা আরচার নেন ৪ উইকেট। দক্ষিণ আফ্রিকার নান্দ্রে বার্গার শিকার করেন ৩ উইকেট।

ক্রিফোস্পোর্টস/৫সেপ্টেম্বর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট