Connect with us
ক্রিকেট

এবার হার্শা ভোগলেও বললেন, গ্রুপ পর্বেই বিদায় নেবে বাংলাদেশ

This time Harsha Bhogle says Bangladesh will exit in the group stage
এশিয়া কাপে গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায় দেখছেন হার্শা ভোগলে। ছবি- সংগৃহীত

বড় আশা জাগিয়ে এবার এশিয়া কাপ খেলতে গেছে বাংলাদেশ দল। লিটন-জাকেরদের লক্ষ্য এবার শিরোপা নিয়ে দেশে ফেরা। তবে শিরোপা তো দূরের কথা, বাংলাদেশকে গ্রুপ পর্ব থেকে সুপার ফোরেই দেখছেন না অনেক ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকরা। 

এবারের এশিয়া কাপে বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোর এর যাওয়ার দৌড়ে মূল লড়াইটা হবে বাংলাদেশ আফগানিস্তান ও শ্রীলংকার মধ্যেই। তবে এই দৌড়ে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন অনেকে।

এশিয়া কাপের দামামা শুরুর আগে বি-গ্রুপ থেকে বাংলাদেশের সম্ভাবণা নিয়ে সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছিলেন ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া। তিনি বলেছিলেন, ২০২৫ এশিয়া কাপে বাংলাদেশের দৌড় থামবে লিগ পর্বেই। একদিন পরেই সেই সুরে তাল মেলান শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রাসেল আর্নল্ড। তিনিও বলেন, এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে বাংলাদেশ। গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে এগিয়ে রাখেন তিনি।



এবার তাদের সুরে তাল মেলালেন ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। বি-গ্রুপে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা ও আফগানিস্তানকেই এগিয়ে রাখছেন তিনি। তার মতে, হার্শা ভোগলের মতে, বি- গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে খেলবে এবং সুপার ফোরে উঠবে।

শ্রীলঙ্কার স্কোয়াড প্রসঙ্গে হার্শা বলেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। কারণ আফগানিস্তান ও শ্রীলঙ্কা খুবই ভালো স্কোয়াড সাজিয়েছে। শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপে চারিথ আসালাঙ্কা, পাথুম নিসাঙ্কা, কুশাল পেরেরা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিসের মতো তারকা ব্যাটাররা আছে। আর তাদের স্পিন এবং পেস আক্রমণও বেশ ভালো।’

আফগানিস্তান প্রসঙ্গে বলেন, ‘আফগানিস্তানের কথা বললে শুরুতেই আসবে তাদের স্পিন আক্রমণ। তাদের স্কোয়াডে রশিদ, নূর, গাজানফার, মুজিবের মতো মানসম্পন্ন স্পিনাররা আছেন। তাদের স্কোয়াডে বিশ্বমানের অলরাউন্ডারও আছেন। মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, করিম জানাতরা। যখন তারা আফগানিস্তান কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলে তারা সম্পূর্ণ ভিন্ন খেলোয়াড়।’

সবশেষে আফগানিস্তানে ও শ্রীলঙ্কাকে এগিয়ে রেখে হার্শা বলেন, ‘এই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়ার ক্ষেত্রে সমর্থন করছি শ্রীলঙ্কাকে এগিয়ে রাখছি, আফগানিস্তানকেও। আমার কাছে মনে হচ্ছে, এই গ্রুপে আফগানিস্তান ও শ্রীলঙ্কা ফেভারিট হিসেবে খেলতে নামবে।’

আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) মাঠে গড়াবে এশিয়া কাপ। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগারা।

ক্রিফোস্পোর্টস/৮সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট