
কয়েক আসর ধরে ঘুরে ফিরে এশিয়া কাপের সেমিতে খেলছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফলাফলও প্রায় একপেশে। সবচেয়ে বেশি ট্রফি ভারতের, তারপর শ্রীলঙ্কা ও পাকিস্তান। বাংলাদেশের এশিয়ার শ্রেষ্ঠত্ব এখনো নসিব হয়নি। স্বপ্ন পূরণের মঞ্চে আবারও সেই চার দল।
এবারের আসরে গ্রুপ পর্বের নাটকীয়তা শেষে বাংলাদেশের স্বপ্ন রক্ষা করা শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম লড়াই টাইগারদের।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
এই ম্যাচ ঘিরে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুই দলের মধ্যে কারা জ্বলে উঠবেন। দুদলেই এমন ক্রিকেটার রয়েছেন যারা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। দুবাইয়ের স্লো পিচে বাংলাদেশ দল ভারসা করছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এর উপর।
অন্যদিকে লঙ্কানদের হয়ে তুরুপের তাস হতে পারেন কুশল মেন্ডিস। শুধু তাই নয়, ডানহাতি এই ব্যাটার হতে পারেন বাংলাদেশের চিন্তার কারণ।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও হংকংয়ের বিপক্ষে মিলিয়ে মাত্র ১৪ রান করেছিলেন কুশল মেন্ডিস। সেই ব্যর্থতায় সমালোচনাও শুনতে হয়েছিল শ্রীলঙ্কার ওপেনারকে। তবে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জ্বলে ওঠেন তিনি। ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতান দলকে, এনে দেন ৬ উইকেটের জয়।
এবার টাইগারদের বিপক্ষে ব্যাট হাতে প্রস্তুত কুশল মেন্ডিস। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লঙ্কান ব্যাটিং কোচ থিলিনা কানদাম্বি বলেন, তার সতীর্থরা জানে, সে একজন ম্যাচজয়ী ক্রিকেটার। সে নিজেও জানে সেটা। সে যখন রান করে, বেশির ভাগ সময়ই আমরা জিতি। তার ব্যাটিং অনেক পরিণত হয়েছে। এখন সে পুরোপুরি প্রস্তুত। আমরা ট্যাকটিক্যাল সাপোর্ট দিতে আছি।
১০ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক উত্থান পতনের মুখোমুখি হয়েছেন এই লঙ্কান ব্যাটার। তার আক্রমণাত্মক ব্যাটিং ও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য প্রমাণিত।
ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এনজি
