Connect with us
ক্রিকেট

“এই হার বাংলাদেশের ক্রিকেটকে কিছুটা থমকে দেবে; আমি হতাশ”

Najmul Abedin Fahim
নাজমুল আবেদীন ফাহিম। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে ওঠা দারুন সুযোগ ছিল বাংলাদেশের সামনে। পাকিস্তানের দেয়া ১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে পারলেই ছয় বছর পর আবারও শিরোপার কাছে যাওয়ার সুযোগ থাকত টাইগারদের। তবে শেষ পর্যন্ত ১১ রানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ব্যাটিং ব্যর্থতায় কঠোর সমালোচনার পাশাপাশি নিজের হতাশা প্রকাশ করেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। ম্যাচ শেষে এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘হতাশ তো বটেই। আমি যথেষ্ট হতাশ। শুধু এইজন্য নয় যে আমরা হেরেছি। কারণ আমরা যদি ফাইনাল খেলতে পারতাম, যেটা আমাদের খেলা উচিত ছিল, বিশেষ করে আমাদের বোলাররা যেরকম টার্গেট দিয়েছে ব্যাটারদের— সেটা বোলারদেরকে স্যালুট।’

হৃদয় আউট হলে চার নম্বরে মাহেদী হাসনকে নামানো হয়। এতে দলের আসল শক্তি প্রকাশ পেয়েছে বলে মনে করেন ফাহিম, ‘মেহেদীকে এগিয়ে আনার কারণ হচ্ছে যে এর নিচে যে ব্যাটাররা আছে, তাদেরকে সুরক্ষা দেওয়া, কারণ তারা আরেকটু নিচে ব্যাটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। হৃদয়ের কিছু দায়িত্ব ছিল, সেগুলোতে সে করতে না পারায় মাঝখানে মেহেদীকে পাঠাতে হয়েছে। এটা একদিক দিয়ে এটাও প্রমাণ করে যে আমাদের ব্যাটিং অর্ডারে কিছুটা ঘাটতি আছে।’



এমন পরাজয় দেশের ক্রিকেটকে কিছুটা হলেও থমকে দেবে বলে মনে করেন ফাহিম, ‘যদি এই ম্যাচটা জিতে ফাইনাল খেলতে পারতাম, এটা আমাদের সামগ্রিক ক্রিকেটটাকেই হয়তো আরও সাহসী করত, আরও সমৃদ্ধ করত এবং সেটা আমাদের ক্রিকেটকে আরেকটু এগিয়ে নিয়ে আসার ক্ষেত্রে খুব ভালো কাজে আসতে পারতো। কিন্তু এই হেরে যাওয়াটা আমাদের ক্রিকেটকে কিছুটা হলেও থমকে দেবে।’

উল্লেখ্য, বাংলাদেশের পরাজয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। আগামী রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ফাইনাল। এই ম্যাচের আগে আজ রাতে সুপার ফোরের শেষ নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। এই লঙ্কানদের হারিয়ে সুপার ফোরে ভালো শুরু করলেও ভারত ও পাকিস্তানের কাছে হেরে আসর থেকে বিদায় নিল বাংলাদেশ। 

ক্রিফোস্পোর্টস/২৬সেপ্টেম্বর২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট