ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসর সামনে রেখে চলতি মাসেই অনুষ্ঠিত হতে যাচ্ছে মিনি নিলাম। এই নিলাম সামনে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে জায়গা হয়নি বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়া আরও বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দেখা যাবে না এবারের নিলামে।
আইপিএল নিলামে অংশ নিতে নিলামে অংশ নিতে নিবন্ধন করেছিলেন ১৩৫৫ জন খেলোয়াড়। এখান থেকে বাছাই করে ৩৫০ জন ক্রিকেটারকে রেখে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে বাংলাদেশের ৭ ক্রিকেটারের জায়গা হলেও বাদ পড়েছেন সাকিব।
আইপিএলে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সাকিবের। ২০১১ সাল থেকে আইপিএলে খেলছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে দীর্ঘ ৬ মৌসুম খেলার পর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন দুই মৌসুম। সবশেষ ২০২১ আসরে কলকাতার জার্সিতে খেলেছেন তিনি। এরপর নিলামে উঠলেও তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্রাঞ্চাইজি। তবে এবার এই ৩৮ বছর বয়সী অলরাউন্ডারকে নিলামেই রাখেনি কর্তৃপক্ষ।
এবারের নিলামে দেখা যাবে না কলকাতার তারকা অলরাউন্ডার আন্ড্রে রাসেল। ২০১৪ সাল থেকেই ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলছেন তিনি। তবে এবারের নিলাম সামনে রেখে রাসেলকে ধরে রাখেনি কেকেআর। এরপর আইপিএল থেকে অবসর নেন নেন তিনি। তবে কেকেআরের পাওয়ার কোচ হিসেবে দেখা যাবে এই তারকা অলরাউন্ডারকে।
এবারের আইপিএলে দেখা যাবে না দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসিকে। নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে দিল্লী ক্যাপিটালস। এরপর আইপিএলের পরিবর্তে পিএসএলে খেলার ঘোষণা দেন তিনি। তাই এবারের নিলামে নাম নেই তার। একইভাবে ইংলিশ তারকা অলরাউন্ডার মঈন আলীকেও নিলামে দেখা যাবে না। তিনিও আইপিএল ছেড়ে পিএসএলে খেলার ঘোষণা দিয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৫/বিটি