
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল ২০২৫-এ দারুণ একটি মৌসুম কাটাচ্ছে। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি এখন পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে। ইতোমধ্যে প্লে-অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে আরসিবি।
এদিকে ২০২৫ সালের মেগা নিলামে কিছু চমৎকার সিদ্ধান্ত নেওয়ার পরও, কয়েকজন খেলোয়াড় প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। ফলে ২০২৬ মৌসুমের আগে আরসিবি স্কোয়াড পুনর্গঠনের সময় তাদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
আরও পড়ুন
» পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে শহীদ আফ্রিদি যে ভিডিও ভাইরাল
» বাফুফের বল পার্টনার জাপানিজ প্রতিষ্ঠান, বাঁচবে দেড় কোটি টাকা
যে চারজন খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে আরসিবি
লিয়াম লিভিংস্টোন
৮.৭৫ কোটি টাকায় কেনা এই ইংলিশ অলরাউন্ডার ছয় ইনিংসে করেছেন মাত্র ৮৭ রান ও নিয়েছেন মাত্র ২টি উইকেট। সাতটি ম্যাচে ব্যর্থতার পর তাকে বাদ দিয়ে রোমারিও শেফার্ডকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়। ২০২২ সালে ৪৩৭ রানের পর থেকেই তার ফর্ম নিম্নমুখী। তাই ২০২৬ আইপিএলের আগে তাকে ছেড়ে দিয়ে নতুন কোনও অলরাউন্ডার নিতে পারে আরসিবি।
মায়াঙ্ক আগরওয়াল
দেবদত্ত পাদিকাল ইনজুরিতে ছিটকে যাওয়ার পর বিকল্প হিসেবে দলে নেওয়া হয় মায়াঙ্ক আগরওয়ালকে। তিনি মূল নিলামে বিক্রি না হলেও, পরবর্তীতে আরসিবি দলে অন্তর্ভুক্ত করে।
তবে পাদিকাল সুস্থ হয়ে ফিরলে মায়াঙ্কের স্কোয়াডে জায়গা পাওয়া কঠিন হয়ে যাবে। তরুণ এবং ধারাবাহিক ব্যাটসম্যানের সন্ধানে থাকলে আরসিবি তাকেও ছেড়ে দিতে পারে।
রসিখ দার
ডেথ ওভারে দক্ষ বোলিং করার কারণে ৬ কোটিতে তাকে দলে নেয় আরসিবি। তবে এই মৌসুমে মাত্র দুটি ম্যাচে সুযোগ পেয়ে প্রতি ওভারে ১১.৬৬ রান খরচ করেছেন। এছাড়া যশ দয়াল, জশ হ্যাজলউড ও ভুবনেশ্বর কুমারের মতো পারফর্মাররা ভালো খেলায় রসিখের জায়গা কঠিন হয়ে পড়েছে। ফলে তাকে রিলিজ করে কম মূল্যের কার্যকর বিকল্প খুঁজে নেওয়া হতে পারে।
নুয়ান তুষারা
২০২৪ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ভালো খেলার পর আরসিবি তাকে দলে নেয়। তবে ২০২৫ মৌসুমে এখনও পর্যন্ত একটি ম্যাচেও সুযোগ পাননি।
লুঙ্গি এনগিডির মতো আন্তর্জাতিক মানের বোলার স্কোয়াডে থাকায় তুষারার একাদশে জায়গা পাওয়া অত্যন্ত কঠিন। ফলে ২০২৬ মৌসুমের আগে আরসিবি তাকে ছেড়ে দিয়ে ওই বাজেট ব্যাটিং বিভাগে বিনিয়োগ করতে পারে।
ক্রিফোস্পোর্টস/১৯মে২৫/এসএ
