আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ভেন্যুতে খেলতে বাংলাদেশের আপত্তির বিষয়ে এখনই কোনো অবস্থান বদলাচ্ছে না আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটির তথ্যমতে, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য নির্দিষ্ট বা কার্যকর কোনো নিরাপত্তা ঝুঁকির তথ্য তাদের হাতে নেই।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ভার্চ্যুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেন আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা। বৈঠকে বিসিবি প্রতিনিধিদের জানানো হয়, আইসিসির চলমান নিরাপত্তা মূল্যায়নে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভারতের নির্ধারিত ভেন্যুগুলোতে আলাদা কোনো হুমকির ইঙ্গিত পাওয়া যায়নি।
এর আগে গত ৪ জানুয়ারি জরুরি সভার পর আইসিসিকে চিঠি দেয় বিসিবি। সেখানে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে আয়োজনের বিষয়টি ‘বিবেচনা’ করতে অনুরোধ জানানো হয়। বিসিবির চিঠিতে খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার কথা উল্লেখ করা হয়েছিল।
তবে মঙ্গলবারের বৈঠক থেকে স্পষ্ট হয়েছে, আপাতত বিসিবির অবস্থানের সঙ্গে আইসিসির দৃষ্টিভঙ্গির মিল নেই। বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও, এখনই ভেন্যু পরিবর্তনের পথে হাঁটছে না আইসিসি এমন বার্তাই দিয়েছে। বিষয়টি নিয়ে আগামী ১০ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমান সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতায়। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেন্সে মাঠে নামার কথা রয়েছে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজের দল।
বিসিবির এই অবস্থানকে অনেকেই দেখছেন সাম্প্রতিক এক সিদ্ধান্তের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে। আইপিএলের আসন্ন আসর থেকে বিসিসিআইয়ের নির্দেশ অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয়। ওই ঘটনার পরই ভারতের ভেন্যুতে বিশ্বকাপ খেলতে আপত্তির বিষয়টি সামনে আনে বিসিবি।
এর পাল্টা পদক্ষেপ হিসেবে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় বোর্ড। এর মধ্যেই মঙ্গলবার জানা যায়, আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাচ্ছেন।
ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৬/টিএ
