Connect with us
ক্রিকেট

তারকার ছড়াছড়ি নেই, তবুও দাপুটে পিএসজি

Crifo PSG
তারকার ছড়াছড়ি নেই, তবুও দাপুটে পিএসজি।

ফরাসি জায়ান্ট ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এখন তারকাহীন দল। প্যারিস থেকে ইউরোপীয়ান ফুটবলের বর্তমান সব থেকে বড় তারকা কিলিয়ান এমবাপ্পে পাড়ি জমিয়েছেন স্পেনের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে। একই ক্লাবে এক মৌসুম আগেও খেলতেন লিওনেল মেসি, নেইমারের মতো বড় খেলোয়াড়রা। তবে এখন তরকাশূন্য দল হলেও লিগের দুই ম্যাচেই গোল বন্যায় ভাসিয়েছে প্রতিপক্ষ দলকে।

এমবাপ্পের বিদায়ের পর তেমন কোন বড় তারকাকে দলে ভেড়াতে পারিনি ফ্রান্সের ক্লাবটি, বরং তুলনামূলক তরুণ নির্ভর এই দল। এই নিয়ে লিগে প্রথম দুই ম্যাচে দুই জয়ে স্বস্তিতে পিএসজি।

প্রথম ম্যাচে লে হার্ভেকে ৪-১ গোলে হারিয়েছিলো পিএসজি। দ্বিতীয় ম্যাচে আরো জ্বলে ওঠে দলটি। গত রাতে ফেঞ্চ লিগ ওয়ানের অন্যতম সেরা দল মন্তেপিয়েরকে ৬-০ গোলের বিশাল ব্যাবধানে হারিয়েছে দলটি। এই নিয়ে লিগে দারুণ শুরু দলটির।

আরও পড়ুন:

» পাকিস্তানে মুশফিকের প্রথম সেঞ্চুরিতে বাংলাদেশ দলে স্বস্তি

» সাকিবের মামলা প্রসঙ্গে যা বললেন ডিএমপি কমিশনার

ম্যাচে জোড়া গোল করেছেন তরুণ ব্র্যাডলি বারকোলা। একটি করে গোল করেছেন মার্কো আসেনসিও, আশরাফ হাকিমি, ওয়ারেন জাইরে এমেরি এবং লি কাং ইন।

ম্যাচের ৪র্থ মিনিটেই পিএসজির হয়ে গোলের সূচনা করেন ব্র্যাডলি বারকোলা। ম্যাচের ২৪ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন রিয়ালের সাবেক ফুটবলার মার্কো আসেনসিও। প্রথমার্ধ শেষ হয় ২-০ গোলে।

দলের তৃতীয় গোলের দেখা পেতে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৮ মিনিটের মাথায় অর্থাৎ ৫৩তম মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন ব্র্যাডলি বারকোলা। ওসমান ডেম্বেলের এসিস্ট থেকে জোরালো এক শটে গোল করেন তরুণ তুর্কি।

এর ৫ মিনিট পর আবারও গোল। এবার এই গোল করেন মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমি। ২ মিনিটের ব্যবধানে আবারও মন্তেপিয়েরের জালে বল জড়ায় পিএসজি। দলের হয়ে ৫ম গোলটি করেন ওয়ারেন জায়ার এমেরি। ৮২তম মিনিটে হাফ ডজন পূর্ণ করা গোল করেন লি কাং ইন। শেষ পর্যন্ত কোন দলই আর গোল না করায় ম্যাচটি ৬-০ গোলের বিশাল ব্যবধানে শেষ হয়।

লিগে এমন শুরুটাই চাইবে পিএসজি। গত ১২ মৌসুমের ১০ বারই লিগ শিরোপা নিজেদের দখলে রেখেছে এই জায়ান্ট ক্লাবটি। তারকা না থাকলেও এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে এই মৌসুমে তাদের ইতিহাসের ১৩তম লিগ শিরেপার দৌড়ে এগিয়েই থাকবে।

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৪/এএস/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট