বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে নানা সমালোচনা বহুদিন ধরেই চলে আসছে। বিশেষ করে সরকারি হাসপাতালের অবস্থার কথা বললে অভিযোগের কোন কমতি নেই। এবার দেশের সেই চিকিৎসা ব্যবস্থা নিয়েই নিজের হতাশা প্রকাশ করলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
বলা হয়ে থাকে, এই দেশে চিকিৎসা পেতে হলে যেতে হয় প্রাইভেট হসপিটালে। যেখানে থাকে কারি কারি টাকার খেলা। তবে সেটা বেশিরভাগ সময়েই সম্ভব হয় না নিম্ন-মধ্যবিত্ত শ্রেণীর পরিবারদের। তাই দেশের বড় একটা অংশের একমাত্র অবলম্বন হিসেবে টিকে থাকে সরকারি হাসপাতাল।
সরকারি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসক না থাকা নিয়ে নিজের হতাশা প্রকাশ করেছেন জ্যোতি। এমনকি প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে কিভাবে চলছে চিকিৎসার নামে রমরমা অগ্রগতি সেটাও উল্লেখ করার চেষ্টা করেছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি হতাশা নিয়ে প্রার্থনা করেছেন, কেউ যেন রোগাক্রান্ত হয়ে অধিক কষ্ট পাওয়ার চেয়ে সরাসরি মৃত্যুবরণ করেন।
নিজের ফেসবুক একাউন্টে তিনি লেখেন, ‘সরকারি হাসপাতালে জরুরি বিভাগে ডাক্তার নেই। প্রাইভেট সেন্টারে সিজার করবেন এমন রোগী বেশী প্রাধান্য পেয়ে থাকেন। টেস্ট করাতে গেলে আরও খুশি। চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু বলার নেই। আজ নিজের চোখে যা দেখলাম, বুঝলাম মনে হলো আল্লাহ কাউকে রোগ বালাই দিয়েন না। একদম সরাসরি মৃত্যু দিও।’
বাংলাদেশের এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন নানা বুদ্ধিজীবী মহল। সরকার থেকেও এই ব্যবস্থার উন্নতি ঘটানোর আশ্বাস দেওয়া হলেও খুব একটা পরিবর্তনের ছোঁয়া লাগেনি বেশিরভাগ ক্ষেত্রেই। সম্প্রতি নারী ওয়ানডে বিশ্বকাপ শেষ করে দেশে ফিরে এবার দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়েই আওয়াজ তুললেন জাতীয় দলের এই অধিনায়ক।
ক্রিফোস্পোর্টস/৪নভেম্বর২৫/এফএএস