Connect with us
ক্রিকেট

ফুরফুরে মেজাজে বিশ্বকাপ যাত্রা শুরু করছে বাংলাদেশের যুবারা 

ফুরফুরে মেজাজে রয়েছেন বাংলাদেশের যুবারা। ছবি- গুগল

আজ মিরপুর স্টেডিয়ামের একাডেমি ভবনের বাইরে তিন-চার জনের দলে ভাগ হয়ে ফটো তুলতে দেখা যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটারদের। একজন আরেকজনকে বুঝিয়ে দিচ্ছিলেন কেমন ফ্রেমে ছবি তুলতে চায়, কেউ কেউ আবার সতীর্থের ব্লেজার ঠিক করে দিচ্ছিলেন। সবাই নিজেদের মুঠোফোনের ক্যামেরায় নিজেদের স্মৃতিগুলো বন্দী করে রাখতে তৎপর ছিলেন।

কেননা আজ অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ উপলক্ষে আনুষ্ঠানিক ফটেসেশনের আয়োজন করা হয়। সাথে ব্লেজার গায়ে নিজেদের কেমন দেখায় সেটাও যেন পরখ করে নিচ্ছিলেন জুনিয়র টাইগাররা। আনুষ্ঠানিক পর্বের পর মাঠে গিয়ে কয়েকটি গ্রুপ করে কয়েক ধাপে আবার যুবাদের ফটোসেশন চলে। বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল আগামীকাল দিবাগত রাত ১ টায় দেশ ছাড়বে।

যাত্রার আগে আজ অবশ্য ক্রিকেটারদের বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল। ফটোসেশন শেষ করে দলটির ব্যাটিং কোচ ওয়াসিম জাফরের ভাষ্য, ‘আমি চাই না ওরা মাথায় চাপ নিয়ে খেলুক। ফল নিয়ে যা ভাবার ভাবুক। দলের মধ্যে এখন দারুণ আবহ বিরাজ করছে। ছেলের আজ যতদূর এসেছে, এখানেই ওদের আমরা দেখতে চেয়েছিলাম। ছেলেরা নিজেদের পরিশ্রমের ফল পাচ্ছে।’



সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান বাংলাদেশের যুবাদের সাথে প্রায় ২ বছর ধরে কাজ করছেন। দলটাকে নিয়ে তার আশাবাদ সম্পর্কে বলেন,’ দলের মধ্যে বর্তমানে আবহ দারুণ, তারা খুবই ইতিবাচক আছে। যুবারা বিশ্বকাপের জন্য নিজেদের কঠোরভাবে গড়ে তুলেছে।’

আরও পড়ুন: সিডনি টেস্টে বিশ্রাম নেওয়া আফ্রিদির সমালোচনায় ওয়াসিম আকরাম

ক্রিফোস্পোর্টস/৬ জানুয়ারি২৪/এমএস/এমএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট