Connect with us
ক্রিকেট

যে একাদশ নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ আজ (সোমবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই সিরিজে মিরপুরের স্পিন সহায়ক উইকেট নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছিল। কিন্তু এবার চট্টগ্রামের উইকেটের চরিত্র একদম আলাদা। মাঠকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের উইকেট ব্যাট-বলের লড়াইয়ের জন্য আদর্শ হতে পারে। সবুজ ঘাসে ঢাকা এই পিচে ১৭০ থেকে ২০০ রানের ইনিংস দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে রাতের দিকে শিশিরের প্রভাব স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। দুই দলই স্পোর্টিং উইকেট বিবেচনায় একাদশ সাজাতে পারে। বাংলাদেশের একাদশে দুই পেসার ও তিন স্পিনার থাকার সম্ভাবনা বেশি। পেস আক্রমণে থাকবেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান, আর স্পিনে থাকবেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।



ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশ গত কয়েক বছর ধরেই ভালো করছে। সর্বশেষ সিরিজে ক্যারিবীয়দের মাঠে ৩-০ ব্যবধানে জিতেছিল টাইগাররা। এছাড়া ঘরের মাঠে শেষ চারটি টি-টোয়েন্টি সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ। তবে এশিয়া কাপে ভালো সুযোগ থাকা সত্ত্বেও পাকিস্তান ও ভারতের বিপক্ষে জয়লাভ করেনি বাংলাদেশ।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের অবস্থা একেবারেই বিপরীত। গত বছরের অক্টোবর থেকে তারা টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে হেরেছে। সর্বশেষ তারা হেরেছে নেপালের বিপক্ষেও। এবার তাই নতুনভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে দলটি।

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্রেন্ডন কিং, অলিক আথানাজে, শাই হোপ, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজ, রভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে, জেইডেন সিলস।

ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট