Connect with us
ক্রিকেট

নারীদের সবুজ দলও হারলো অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে

The women's green team also lost to the U-15 boys
নারীদের সবুজ দলকে ৪১ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৫ ছেলেরা। ছবি- বিসিবি

আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য বিসিবি কর্তৃক আয়োজিত উইমেন্স চ্যালেঞ্জ কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বিসিবি অনূর্ধ্ব-১৫ ছেলে দল। জাতীয় নারী দলের ক্রিকেটারদের লাল দলের পর এবার সবুজ দলকেও হারিয়ে দিয়েছে যুবারা।

আজ শুক্রবার (২২ আগস্ট) সিরিজের তৃতীয় ম্যাচে অনূর্ধ্ব-১৫ ছেলেদের কাছে ৪১ রানে হেরেছে নাহিদা আক্তারের নেতৃত্বাধীন সবুজ দল।

এদিন সাভারে বিকেএসপির তিন নম্বর মাঠে আগে ব্যাট করতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে অনূর্ধ্ব-১৫ ছেলেরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৯ বলে ৮২ রানের ইনিংস খেলেন খেয়াল রায় ওম। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮ বলে ৪৮ আসে ইরফানের ব্যাট থেকে। এছাড়া বায়োজিদ ২৩ বলে ২১ রান করে অপরাজিত ছিলেন।



নারীদের সবুজ দলের পক্ষে ৩ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন রাবেয়া খান। এছাড়া ২টি উইকেট তুলে নেন সুলতানা।

তবে বৃষ্টি-বাধার কারণে দ্বিতীয় ইনিংসে ওভার কমে হয় ৩০। এতে সবুজ দলের লক্ষ্য দাঁড়ায় ১৭৭ রান। এই লক্ষ্য তাড়া করতে নেমে ৩০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি তুলতে পারেনি নাহিদা আক্তারের দল।

সবুজ দলের সর্বোচ্চ ৫১ রানের ইনিংস খেলেন রুবাইয়া হায়দার ঝিলিক। এছাড়া ৩৫ রান আসে সোবহানা মোস্তারির ব্যাট থেকে। অনূর্ধ্ব-১৫ ছেলেদের হয়ে ২টি করে উইকেট শিকার করেন আদিব, আব্দুল্লাহ ও মাহিন।

এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন লাল দলের বিপক্ষে খেলেছিল অনূর্ধ্ব-১৫ ছেলেরা। সেই ম্যাচে জ্যোতিদের ৮৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

ক্রিফোস্পোর্টস/২২আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট