Connect with us
ফুটবল

প্রথমার্ধ শেষে বদলে গেল বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু

The venue of the Bangladesh-Bhutan match changed after the first half
মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় বদলে গেছে বাংলাদেশ-ভুটান ম্যাচের ভেন্যু। ছবি- বাফুফে

সাফ অনূর্ধ্ব২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘটে গেল এক অদ্ভুত ঘটনামাঝপথে বদলে গেল ম্যাচের ভেন্যুখেলার প্রথমার্ধ অনুষ্ঠিত হয়েছে এক মাঠে এবং দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে আরেক মাঠেমূলত বৈরী আবহাওয়ার কারণে এমনটা হয়েছেবৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়েছে

বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডেস্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলাপ্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ

আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে ঢাকায়যে কারণে ম্যাচের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় পানি জমে মাঠ কর্দমাক্ত হয়ে যায়তবে কর্দমাক্ত মাঠেই অনুষ্ঠিত হয় প্রথমার্ধের খেলাকিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠযে কারণে নির্দিষ্ট সময়ে শুরু হয়নি দ্বিতীয়ার্ধের খেলা

আরও পড়ুন:

» যে কারণে দলে সাকিবকে মিস করছেন কোচ সালাউদ্দিন

» বিসিবি চাইলে টেস্ট দলের অধিনায়ক হতে চান তাইজুল 

বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দ্বিতীয়ার্ধ শুরুর জন্য এক ঘণ্টা অপেক্ষা করা হয়তবে মাঠকর্মীরা অনেকক্ষণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননিযে কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার

এর আগে প্রথমার্ধের ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশকর্দমাক্ত মাঠে স্বাগতিকদের এগিয়ে দেন শান্তি মার্ডিম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছেতবে কর্দমাক্ত মাঠের কারণে আক্রমণে গিয়ে সুবিধা করতে পারেনি কোনো দলইশেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা

ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল