
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। মাঝপথে বদলে গেল ম্যাচের ভেন্যু। খেলার প্রথমার্ধ অনুষ্ঠিত হয়েছে এক মাঠে এবং দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে আরেক মাঠে। মূলত বৈরী আবহাওয়ার কারণে এমনটা হয়েছে। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের খেলা অন্য মাঠে সরিয়ে নেওয়া হয়েছে।
বাংলাদেশ-ভুটান ম্যাচের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হবে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
আজ সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে ঢাকায়। যে কারণে ম্যাচের নির্ধারিত ভেন্যু বসুন্ধরা কিংস অ্যারেনায় পানি জমে মাঠ কর্দমাক্ত হয়ে যায়। তবে কর্দমাক্ত মাঠেই অনুষ্ঠিত হয় প্রথমার্ধের খেলা। কিন্তু দ্বিতীয়ার্ধ শুরুর আগে খেলার অনুপযোগী হয়ে পড়ে মাঠ। যে কারণে নির্দিষ্ট সময়ে শুরু হয়নি দ্বিতীয়ার্ধের খেলা।
আরও পড়ুন:
» যে কারণে দলে সাকিবকে মিস করছেন কোচ সালাউদ্দিন
» বিসিবি চাইলে টেস্ট দলের অধিনায়ক হতে চান তাইজুল
বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় দ্বিতীয়ার্ধ শুরুর জন্য এক ঘণ্টা অপেক্ষা করা হয়। তবে মাঠকর্মীরা অনেকক্ষণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। যে কারণে ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেন ম্যাচ কমিশনার।
এর আগে প্রথমার্ধের ষষ্ঠ মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। কর্দমাক্ত মাঠে স্বাগতিকদের এগিয়ে দেন শান্তি মার্ডি। ম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণ চালিয়েছে। তবে কর্দমাক্ত মাঠের কারণে আক্রমণে গিয়ে সুবিধা করতে পারেনি কোনো দলই। শেষ পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিটার বাটলারের শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/১৫জুলাই২৫/বিটি
