
আগামীকাল (২৮ মে) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আজ মঙ্গলবার (২৭ মে) ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এই টি-টোয়েন্টি সিরিজে দায়িত্ব পালন করবেন চার জন আম্পায়ার। তবে থাকছে না কোনো নিরপেক্ষ আম্পায়ার। তারা সবাই পাকিস্তানের। এই চার আম্পায়ার হলেন—আহসান রাজা, আসিফ ইয়াকুব, ফয়সাল খান আফ্রিদি ও রশিদ রিয়াজ। এছাড়া সিরিজের সবগুলো ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ রঞ্জন মাদুগলে।
প্রথম টি-টোয়েন্টিতে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন আসিফ ইয়াকুব ও রশিদ রিয়াজ। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ফয়সাল খান আফ্রিদি।
আরও পড়ুন :
» ফাইনালে স্বপ্নভঙ্গের পর যে বার্তা দিলেন হামজা চৌধুরি
» মুস্তাফিজকে মিস করবেন সিমন্স, বাকিদের দেখছেন সুযোগ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে অন ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রশিদ রিয়াজ ও ফয়সাল খান। এই ম্যাচেও তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ আহসান রাজা। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে আসিফ ইয়াকুব।
সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন আহসান রাজা এবং তাকে সঙ্গ দেবেন আসিফ ইয়াকুব। আর তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে যথাক্রমে দায়িত্ব পালন করবেন ফয়সাল খান ও রশিদ রিয়াজ।
আগামীকাল বুধবার (২৮ মে) সালমান আলী আগার নেতৃত্বাধীন স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ৩০ মে ও ১জুন সিরিজের শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে।
ক্রিফোস্পোর্টস/২৭মে২৫/বিটি
