
নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পথে। এখন পর্যন্ত দুটি দল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বাকি দুটি স্থান নিয়ে লড়ছে ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড।
অস্ট্রেলিয়া : ৯ পয়েন্ট (+১.৮১৮ নেট রানরেট), সেমিফাইনাল নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়া এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল। তারা জিতেছে নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারত ও বাংলাদেশের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। অধিনায়ক অ্যালিসা হিলি দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের বিপক্ষে সেঞ্চুরি করার পর বাংলাদেশ ম্যাচেও ১১৭ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছে।
দক্ষিণ আফ্রিকা : ৮ পয়েন্ট (-০.৪৪০ নেট রানরেট), সেমিফাইনাল নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের বিপক্ষে হারের পর টানা চার ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে। তারা জিতেছে নিউজিল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। তাজমিন ব্রিটস নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন, অধিনায়ক লরা উলভার্টও ভালো ছন্দে আছেন। অলরাউন্ডার নাদিন ডি ক্লার্ক গুরুত্বপূর্ণ সময় দলের জন্য অবদান রাখছেন।
ইংল্যান্ড : ৭ পয়েন্ট (+১.৮৬৪ নেট রানরেট) তিন ম্যাচে তিন জয়ে ইংল্যান্ড প্রায় সেমিফাইনালের দ্বারপ্রান্তে। তারা জিতেছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি তিন ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এই ম্যাচগুলোই নির্ধারণ করবে তারা কোন অবস্থায় শেষ করবে।
ভারত : ৪ পয়েন্ট (+০.৬৮২ নেট রানরেট) স্বাগতিক ভারত টুর্নামেন্টে ভালো শুরু করলেও পরপর দুটি হারে পেছনে পড়েছে। স্মৃতি মন্ধানা, ঋচা ঘোষ ও দীপ্তি শর্মারা দলে ধারাবাহিক পারফরমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলেও ভারতের ব্যাটিং লাইনআপ ভালো সম্ভাবনা দেখিয়েছে। সেমিতে উঠতে হলে তাদের বাকি ম্যাচগুলো জিততে হবে।
নিউজিল্যান্ড : ৪ পয়েন্ট (-০.২৪৫ নেট রানরেট) নিউজিল্যান্ড এখন পর্যন্ত চার পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।অধিনায়ক সোফি ডিভাইন টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক, তিন ইনিংসে ৮৬.৬৬ গড়ে রান করেছেন। বাকি দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ভারত ও ইংল্যান্ড।দুটিই জয় পেলে সেমিতে ওঠার সম্ভাবনা থাকবে।
বাংলাদেশ : ২ পয়েন্ট (-০.৬৭৬ নেট রানরেট) বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করেছিল পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে। এরপর তারা টানা চার ম্যাচে হেরেছে।অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করলেও ব্যাটিং দুর্বলতার কারণে জয় আসেনি। বাকি ম্যাচগুলো এখন শুধু সম্মান রক্ষার লড়াই।
শ্রীলঙ্কা : ২ পয়েন্ট (-১.৫৬৪ নেট রানরেট) শ্রীলঙ্কার দুই পয়েন্ট এসেছে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে তারা ২৫৮ রান করেও জয় পায়নি। ইনোকা রানাওয়েরা এখন পর্যন্ত সাত উইকেট নিয়েছেন, যা দলের সেরা পারফরম্যান্স।
পাকিস্তান : ২ পয়েন্ট (-১.৮৮৭ নেট রানরেট) দুই ম্যাচে পয়েন্ট ভাগ করে নিয়েছে পাকিস্তান। তারা হেরেছে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এখন তাদের সেমিতে ওঠার সম্ভাবনা শেষ বললেই চলে।
ক্রিফোস্পোর্টস/১৯অক্টোবর২৫/টিএ
