Connect with us
ক্রিকেট

বিশ্বকাপ বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচ জিতল বাঘিনীরা

থাইল্যান্ডকে হারাল বাঘিনীরা। ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে আরেকটি দুর্দান্ত জয় তুলে নিল বাংলাদেশ। নেপালের মুলাপানিতে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে পরের ধাপের পথে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাঘিনীরা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম বলেই বিদায় নেন দিলারা আক্তার। কিছুক্ষণ পর ৯ বলে ১১ রান করে ফিরে যান শারমিন আক্তারও। পাওয়ারপ্লেতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে দল।

সেই চাপ সামাল দেন জোয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি। দ্বিতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই দুই ব্যাটার। জোয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রান করেন, তার ইনিংসে ছিল ৩টি চার ও ৪টি ছক্কা। অন্য প্রান্তে সোবহানা আরও বেশি নিয়ন্ত্রিত ও কার্যকর ছিলেন। তিনি ৪২ বলে ৫৯ রান করেন, ৯টি চার ও একটি ছক্কায় সাজানো ইনিংস।



তবে বড় জুটির পর হঠাৎ ধস নামে। মাত্র ২১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ফলে বড় রানের স্কোর আর গড়া হয়নি। শেষদিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ঝড়ো ক্যামিও দলকে ৮ উইকেটে ১৬৫ পর্যন্ত নিয়ে যায়। থাইল্যান্ডের হয়ে থিপাচা পুটোয়ং নেন ৩ উইকেট।

১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পিছিয়ে ছিল থাইল্যান্ড। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় রান রেট কখনোই নাগালে আসেনি। ওপেনার নাথাকান চানতুম ৪১ বলে ৪৬ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন। নানাপাথ ২৯ বলে ২৯ এবং অধিনায়ক নারুমেল চাইওয়াই ২৮ বলে ৩০ রান করেন। কিন্তু মাঝের ও নিচের সারির কেউ দুই অঙ্কও ছুঁতে পারেননি।

বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল নিয়ন্ত্রিত। মারুফা আক্তার ২৫ রানে ৩ উইকেট নিয়ে আঘাত হানেন গুরুত্বপূর্ণ সময়ে। রিতু মনি ও স্বর্ণা আক্তার নেন ২টি করে উইকেট। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৬ রানেই থামে থাইল্যান্ড।

এই জয়ে সুপার সিক্সে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও শক্ত করল। ব্যাটে বড় জুটি, বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স সব মিলিয়ে বিশ্বকাপের যাত্রায় আত্মবিশ্বাসী জয় পেল বাঘিনীরা।

ক্রিফোস্পোর্টস/২৮জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট