Connect with us
ফুটবল

যে তিন তারকাকে শুরু থেকেই মাঠে চান জামাল ভূঁইয়া

জামাল ভূঁইয়া। ছবি- সংগৃহীত

গতকাল (৯ অক্টোবর) এশিয়া কাপের বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে জয়হীন থাকল বাংলাদেশ ফুটবল দল। ম্যাচে পরাজয়ের অন্যতম কারণ—চার প্রবাসী ফুটবলারকে শুরু থেকে না খেলানো। জামাল, ফাহামিদুল, শমিত ও জায়ানকে নামানো হয় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে। শুরু থেকেই খেললে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত।

আজ হংকংয়ের বিপক্ষে খেলতে দেশ ছাড়ে বাংলাদেশ ফুটবল দল। ঢাকা ছাড়ার আগে অধিনায়ক জামাল ভূঁইয়া সাংবাদিকদের বলেন, শমিত, জায়ান ও ফাহামিদুলসহ তাঁরা চারজনই চান ম্যাচের শুরু থেকেই খেলতে। তবে কোচ হাভিয়েল কাবরেরা তাঁদের দাবি মানবেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ২–১ গোলে পিছিয়ে ছিল। ৫৭ মিনিটে শমিত, জামাল ও ফাহামিদুলকে মাঠে নামান কোচ। এর পর থেকেই ম্যাচের গতি পরিবর্তন হতে থাকে। এরপরই নামানো হয় জায়ানকে—তখন থেকেই মাঝমাঠ থেকে শুরু হয় আক্রমণ। ম্যাচের শেষ মুহূর্তে শমিতের দুর্দান্ত হেডে সমতায় ফেরে বাংলাদেশ। তবে শেষ মিনিটে হংকংয়ের আক্রমণে ৪–৩ ব্যবধানে হারতে হয় শমিতদের।



ম্যাচের শুরু থেকেই খেলতে চান জামাল ভূঁইয়া। আগামী ১৪ অক্টোবর হংকংয়ের বিপক্ষে হংকংয়ের মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে জামাল বৃহস্পতিবার রাতের ম্যাচের প্রসঙ্গ টেনে বলেন, “সবার মন খারাপ। সবাই কাল দেরিতে ঘুমিয়েছে। তবে এখন আমাদের পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।”

পরবর্তী ম্যাচের জন্য নিজের দাবিও জানান তিনি। জামাল বলেন, “আমি জায়ান, শমিত আর ফাহামিদুল যখন কাল ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদের বলেছি—যখন নামব, খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি, আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজনই প্রথম একাদশে খেলতে চাই।”

বাংলাদেশ গ্রুপ ‘সি’ থেকে তিন ম্যাচে দুইটিতে পরাজয় ও একটিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে হংকং। বাংলাদেশের সামনে রয়েছে আরও তিনটি ম্যাচ।

ক্রিফোস্পোর্টস/১০অক্টোবর২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল