Connect with us
ফুটবল

সাফের সেমিতে প্রতিপক্ষ হিসেবে যে দলকে পেল বাংলাদেশ

The team that Bangladesh got as an opponent in the semi-finals
সাফের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ছবি- সংগৃহীত

চলমান সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় সেমিতে বি গ্রুপের রানার্সআপ দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়ার কথা ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। অবশেষে ভারত-নেপালের ম্যাচের পর নির্ধারিত হলো বাংলাদেশের প্রতিপক্ষ।

এবারের সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

মঙ্গলবার (১৩ মে) গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ৪-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে ভারত। এতে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে স্বাগতিকরা। অন্যদিকে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে বি গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেমিতে পা রেখেছে নেপাল।

এদিকে গ্রুপ বি থেকে বাংলাদেশের পাশাপাশি সেমিফাইনাল নিশ্চিত হয়েছে মালদ্বীপের। বাংলাদেশ ১ জয় ও ১ ড্রতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। অন্যদিকে মালদ্বীপ ২ ড্রতে ২ পয়েন্ট নিয়ে রানার্সআপ দল হিসেবে সেমিফাইনালের টিকিট কেটেছে।

আরও পড়ুন:

» কোহলির সম্মানে বেঙ্গালুরুর সমর্থকদের ব্যতিক্রমী উদ্যোগ

» প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে যা করতে হবে হামজাদের 

আগামী ১৬ মে সাফের প্রথম সেমিফাইনাল ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। অরুনাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় মাঠে গড়াবে ম্যাচটি। একই দিনে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মালদ্বীপের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচটি শুরু হবে রাত ৮টায়।

গত ৯ মে ভারতের অরুণাচল প্রদেশে ইউপিয়ায় সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সপ্তম আসরের পর্দা উঠেছে। এবারের আসরে অংশ নিয়েছে ৬টি দল। যার মধ্যে সেমিতে উঠেছে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপ। আর গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে ভুটান ও শ্রীলঙ্কা।

সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত আসরে অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের নিয়ে আয়োজিত হয়েছিল এই বয়সভিত্তিক টুর্নামেন্টটি। নেপালে আয়োজিত সেই টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয় করেছিল বাংলাদেশ। অবশ্য টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনটি শিরোপা জিতেছে ভারত। এছাড়া নেপালের ঘরে উঠেছে দুইটি শিরোপা।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল