
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে দুটো সিরিজেই শিরোপা হাতছাড়া করেছে বাংলাদেশ। তবে দুটো সিরিজেই শিরোপা জয়ের সুযোগ ছিল বাংলাদেশের। প্রথম টেস্টে ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে জয় কিংবা ড্র করতে পারলেও শিরোপার ছোঁয়া পেত টাইগাররা। ওয়ানডে সিরিজেও শেষ ম্যাচে জয় পেলেই সিরিজ জিততে পারতেন মিরাজরা। তবে শেষ ম্যাচে বাজেভাবে হারের পর দুটো সিরিজই হাতছাড়া হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।
টেস্ট ও ওয়ানডের পর এবার মাঠে গড়াতে যাচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। আগামীকাল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। পাল্লেকেল্লে আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
টেস্ট ও ওয়ানডেরে সাফল্যের দেখা না পেলেও অন্তত টি-টোয়েন্টিতে শিরোপা জিতে ঘরে ফিরতে চাইবেন লিটনরা। তবে দলের সাম্প্রতিক পারফরম্যান্স ও অতীত পরিসংখ্যান বাংলাদেশের বিপক্ষেই কথা বলছে।
চলতি বছর ৬টি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ৫টিতেই হেরেছে লিটন দাসের দল। গত মে মাসে আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে লজ্জাজনক সিরিজ হার এবং পরেই পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছেন লিটনরা। অন্যদিকে শ্রীলঙ্কা ডিসেম্বর-জানুয়ারিতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিল। নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।
আরও পড়ুন:
» ‘বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা মানসিকভাবে ফিট না’
» শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদকে না খেলানোর কারণ জানালেন মিরাজ
অতীত পরিসংখ্যানেও বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কা। সবশেষ ১০ দেখায় ৬টিতে জয় পেয়েছে শ্রীলঙ্কা, বাকি ৪ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ঘরের মাটিতে সবশেষ দুই সিরিজেই হেরেছে বাংলাদেশ। গত বছর ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এবং ২০১৮ সালের দুই ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল ২০১৭ সালে। ২ ম্যাচের সিরিজে ১-১ ব্যবধানে ড্র করেছিল টাইগাররা।
আগামীকাল (১০জুলাই) পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দুই দল। এরপর ১৩ জুলাই ডাম্বুলায় দ্বিতীয় ম্যাচ এবং ১৬ জুলাই কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৯জুলাই২৫/বিটি
