
অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে চলতি মাসের মাঝামাঝি সময়ে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের নতুন আসর। ডারউইনের এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ১৪ থেকে ২৪ আগস্ট ১০টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।
গত বছর প্রথমবার অংশ নিয়েই ফাইনালে উঠেছিল বাংলাদেশের হাইপারফরম্যান্স দল এইচপি। তবে ফাইনালে বিগ ব্যাশের দল অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে হেরে শিরোপা খুইয়েছিল আকবর আলীরা। এবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
গত আসরে শিরোপার খুব কাছে গিয়েও জিততে পারেনি বাংলাদেশের প্রতিনিধিরা। এবারের আসরে দলকে শিরোপা জেতাতে চান অধিনায়ক সোহান। আজ (মঙ্গলবার) মিরপুরে সংবাদ সম্মেলনে এসে টুর্নামেন্টের লক্ষ্যের কথা জানিয়ে এমনটাই বলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সোহান বলেন, ‘এই টুর্নামেন্টে অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তানি (‘এ’ দল) দল আছে, নেপাল জাতীয় দল আছে। সবগুলো ভালো দল। সবমিলিয়ে প্রতিযোগিতামূলক একটা টুর্নামেন্ট হবে। এই কন্ডিশনে আমাদের জন্য এটা ভালো কিছু করার দারুণ সুযোগ এটা। একটা ভালো টুর্নামেন্টে যাচ্ছি। অবশ্যই চাইবো যেন ফাইনাল খেলতে পারি ইনশাআল্লাহ।’
তবে অস্ট্রেলিয়ার মাটিতে শুধু শিখতে নয়, ট্রফি জেতার লক্ষ্য নিয়েই খেলবে সোহানরা, ‘দেখুন, আমি লার্নিং প্রসেসের এই জিনিসটা খুব একটা বিশ্বাস করি না। আমরা প্রতিনিয়ত শিখছি, শিখব। তবে এ ধরনের টুর্নামেন্টে মূল লক্ষ্য হওয়া উচিত, ফাইনালে খেলা। টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় সবারই লক্ষ্য ট্রফির দিকে।’
এই টুর্নামেন্টে এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানের ‘এ’ দল- পাকিস্তান শাহীনস এবং নেপাল জাতীয় দল অংশ নিতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশের ‘এ’ দল এবং অস্ট্রেলিয়ার রাজ্য দল ও বিগ ব্যাশের কয়েকটি দল নিয়ে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট।
আগামী ১৪ আগস্ট পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ‘এ’ দল। এরপর ১৬ আগস্ট নেপাল, ১৭ আগস্ট পার্থ স্করচার্স, ১৯ আগস্ট নর্দান টেরিটরি, ২১ আগস্ট মেলবোর্ন স্টারস ও ২৩ আগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লিগ পর্বের ম্যাচগুলো খেলবেন সোহানরা।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড : নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, জিশান আলম, মাহিদুল ইসলাম ভূঁইয়া, ইয়াসির আলী চৌধুরী, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৫/বিটি
