Connect with us
ক্রিকেট

আবারও শুরু হচ্ছে আইপিএল, বাকি অংশের সূচি প্রকাশ

IPL trophy 2024
আইপিএল ট্রফি। ছবি- সংগৃহীত

গেল সপ্তাহখানে পারস্পরিক অস্থিরতা দেখা যাচ্ছিল প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মাঝে। যার রেশ করেছিল উভয় দেশের ক্রিকেটাঙ্গনেও। যুদ্ধবস্থার এক পর্যায়ে স্থগিত করা হয়েছিল ভারতীয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএল। এবার পুনরায় এ টুর্নামেন্ট চালুর দিনক্ষণ ও সূচি জানা গেল।

আগামী ১৭ মে থেকে শুরু হবে আইপিএলের অসমাপ্ত অংশ। তবে চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা কিংবা ধর্মশালায় কোনো ম্যাচ রাখা হয়নি। বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৬টি ভেন্যুতে। বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্মৌ, মুম্বাই ও আহমেদাবাদ ভেন্যুতে খেলা হবে আইপিএলের বাকি ম্যাচগুলো।


আরও পড়ুন:



» রিয়ালে বিদায় ঘণ্টা বেজেছে আনচেলত্তির, বার্সায় ফ্লিকের নতুন চুক্তি

» ভুটানের লিগে বাংলাদেশি ফুটবলারদের গোল উৎসব


 

এক বিবৃতিতি বিসিসিআই জানিয়েছে সরকার, নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে ব্যাপক আলোচনার পর আইপিএল পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা। যেখানে এখন পর্যন্ত বাকি আছে ১৭টি ম্যাচ। এর মধ্যে লিগ পর্বের খেলা গুলোর ভেন্যু প্রকাশ করা হয়েছে। আর প্লে-অফের ম্যাচের ভেন্যু প্রকাশ না করলেও দিনক্ষণ জানা গেছে।

আইপিএলের বাকি অংশের সূচি (লিগ পর্ব)

তারিখম্যাচসময়ভেন্যু
১৭ মেরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্সরাত ৮টাবেঙ্গালুরু
১৮ মেরাজস্থান রয়্যালস বনাম পাঞ্জাব কিংসবিকেল ৪টাজয়পুর
১৮ মেদিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটান্সরাত ৮টাদিল্লি
১৯ মে লখনৌ সুপার জায়ান্ট বনাম সানরাইজার্স হায়দরাবাদরাত ৪টালখনৌ
২০ মেচেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসরাত ৮টাদিল্লি
২১ মেমুম্বাই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালসরাত ৮টামুম্বাই
২২ মেগুজরাট টাইটান্স বনাম লখনৌ সুপার জায়ান্টসরাত ৮টাআহমেদাবাদ
২৩ মেরয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ রাত ৮টাবেঙ্গালুরু
২৪ মেপাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসরাত ৮টাজয়পুর
২৫ মেগুজরাট টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসবিকেল ৪টাআহমেদাবাদ
২৫ মেসানরাইজার্স হায়দরাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্স রাত ৮টা দিল্লি
২৬ মেপাঞ্জাব কিংস বনাম মুম্বাই ইন্ডিয়ান্সরাত ৮টাজয়পুর
২৭ মেলখনৌ সুপার জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরাত ৮টালখনৌ

এদিকে প্লে অফ থেকে ফাইনাল পর্যন্ত ম্যাচগুলোর দিনক্ষণ ঠিক করা হয়েছে। ২৯ মে হবে প্রথম কোয়ালিফায়ার, ৩০ মে এলিমিনেটর, দ্বিতীয় কোয়ালিফায়ার ১ জুন এবং ৩ জুন জুন অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। এর আগে ধর্মশালায় ৮ মে দিল্লি–পাঞ্জাব ম্যাচ চলাকালীন স্থগিত হওয়া খেলাটি অনুষ্ঠিত হবে ২৪ মে জয়পুরে।

ক্রিফোস্পোর্টস/১৩মে২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট