Connect with us
ক্রিকেট

আরব আমিরাতে হচ্ছে না পিএসএলের বাকি অংশ

The rest of the PSL will not be held in the United Arab Emirates
স্থগিত করা হয়েছে পিএসএলের বাকি ৮ ম্যাচ। ছবি- সংগৃহীত

আরব আমিরাতেও হচ্ছে না পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। চলমান এই টুর্নামেন্টের বাকি অংশ স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসএল কতৃপক্ষ।

গতকাল (৮ মে) পিএসএলের ভেন্যু রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন হামলার পর পিছিয়ে নেওয়া হয় করাচি কিংস ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচটি। পরবর্তীতে পিএসএল কর্তৃপক্ষ জানায় টুর্নামেন্টের বাকি অংশের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে আজ নতুন এক ঘোষণায় অনির্দিষ্ট কালের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল

মূলত গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে বেশ কয়েকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। সীমান্ত পরিস্থিতির অবনতি ঘটায় পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফের পরামর্শে পিএসএল স্থগিত করা সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এবারের আসরের ৮ ম্যাচ বাকি আছে।

আরও পড়ুন:

» পাকিস্তানে থাকা নাহিদ-রিশাদকে নিয়ে সুখবর

» ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে ‘ধুম্রজাল’! 

বিজ্ঞপ্তিতে পিএসএল কর্তৃপক্ষ জানায়, ‘এইচবিএল পিএসএল-এর দশম আসরের বাকি আটটি ম্যাচ স্থগিত করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় সীমান্ত পরিস্থিতির অবনতি, ভারতের ৭৮টি ড্রোনের অনুপ্রবেশ ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফের পরামর্শে পিএসএলের বাকি অংশের ম্যাচগুলো স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অবশ্য পিএসএলের পাশাপাশি আইপিএলও স্থগিত করা হয়েছে। তবে সেটা কেবল ৭ দিনের জন্য। যদিও শিগগিরই চালুর সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। কেননা ভারত-পাকিস্তানের যুদ্ধাবস্থা ক্রমশ খারাপের দিকেই যাচ্ছে। এই অবস্থার উন্নতি না হলে ভারতের মাটিতে এখনই আইপিএল শুরুর সম্ভাবনা কম। তাছাড়া অনেক বিদেশি ক্রিকেটাররাই ভারতে নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন। তাই এই পরিস্থিতিতে ক্রিকেটাররা মাঠে নামতে কতটা প্রস্তুত সেটাও বিবেচনার বিষয়।

এদিকে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেন। তবে আজ রাতে তারা দুবাইয়ে যাচ্ছেন। ইতোমধ্যে দুবাইয়ের বিমানে চড়েছেন তারা। এছাড়া এছাড়া পিএসএল কাভার করতে পাকিস্তান যাওয়া দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকও আজ দুবাই যাচ্ছেন। তারা চারজন একই ফ্লাইটে যাচ্ছেন।

ক্রিফোস্পোর্টস/৯মে২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট